November 29, 2023

Terbex Cream Bangla এর কাজ কি | দাম- ব্যবহারের নিয়ম – উপকারিতা – পার্শ্বপ্রতিক্রিয়া

আপনারা যারা ইন্টারনেটে Terbex Cream Bangla / টারবেক্স ক্রিম এর কাজ কি -Terbex cream used for – Terbex cream ki kaj kore – Terbex cream এর দাম – Terbex cream উপকারিতা ইত্যাদি A to Z সবকিছু জানতে চান তাদের জন্য এই আর্টিকেলটি লিখতে বসেছি।  

Terbex Cream এর কাজ কি

টারবেক্স ক্রিম ছত্রাকজনিত চিকিৎসায় ব্যাবহৃত হয়, দাদ রোগের জন্য বেশ কার্যকরী একটি মেডিসিন এটি। এছাড়াও Terbex Cream ত্বক ও নখের বিস্তৃত ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি সংক্রমণ সৃষ্টিকারী ছত্রাককে মেরে কাজ করে। Terbex Cream শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য।

Terbex Cream / টারবেক্স ক্রিম এর দাম

প্রতিটি Terbex Cream ৫ গ্রাম এর টিউব মূল্যেঃ ৩৫ টাকা। টারবেক্স ক্রিম ২ ধরনের ৫ গ্রাম ও ১০ গ্রাম এর হয়ে থাকে।
এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর একটি ঔষধ।

Terbex Cream – টারবেক্স ক্রিম ব্যবহারের নিয়ম

টারবেক্স ক্রিম ব্যবহারের পূর্বে ভালোভাবে আক্রান্ত স্হান পরিষ্কার করে নিতে হবে, এরপর অল্পপরিমানে Terbex Cream হাতে নিয়ে আক্রান্ত স্হানে ভালোভাবে লাগাতে হবে। এই ক্রিমটি ২ বেলা ব্যবহার করতে হবে, সর্বোচ্চ ৩ -৪ সপ্তাহ প্রযন্ত ব্যবহার করা যাবে। আপনার ডাক্তার যেভাবে পরামর্শ দিবে সেই ভাবেই ব্যবহার করা উত্তম হবে।

টারবেক্স ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া

সব মেডিসিনেরই কিছুনা না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি টারবেক্স ক্রিম এর ও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এই ক্রিমটি ব্যাবহারের ফলে আক্রান্ত স্হানে জ্বালাপোড়া হতে পারে, এছাড়াও লালচে ভাব বা ত্বক খস খসে হতে পারে। প্রায় ৯৫% রোগীদের ক্ষেত্রে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না ও যেতে পারে।

Terbex Cream এর সতর্কতাঃ

Terbex ক্রিমটি ব্যাবহার করার সময়ে চোখ, নাক ও মুখে যেনো না লাগে সেদিকে সতর্ক থাকবেন। আর কোনোভাবে যদি লেগেই যায় তাহলে প্রচুরপরিমাণে পানি দিয়ে ধৌত করবেন এবং সমস্যা বেশী হলে ডাক্তারের সরনাপন্ন হবেন।

Terbex Cream এর ছবিঃ

লোকজনে যা লিখে ইন্টারনেটে সার্চ করেঃ

টারবেক্স ক্রিম
terbex cream
terbex 250 bangla
terbex tablet bangla
tab terbex 250 mg
terbex 250 mg tablet price in bangladesh
terbex cream price
terbex 250 price in bangladesh
terbex cream medicine
terbex ক্রিম

Terbex Cream গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি

গর্ভাবস্থায় এই ক্রিমটি অতি প্রয়োজনীয় না হলে ব্যবহার না করাই ভালো, তবে ডাক্তার যদি ব্যবহার করার পরামর্শ দেয় তাহলে করতে পারে।

আমাদের কথা

Terbex cream এর কাজ কি এ নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি এ পোস্টে; এবং যতটুকু প্রয়োজন তা সবকিছুই এ পোস্টে লিখেছি, তারপরেও আরো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করবেন।

পোস্টটি পড়ে উপকৃত হয়ে থাকলে, পোস্ট লিংকটি কপি করে আপনার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যেনো তারাও লাভবান হয়।

Dreamer

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র .........

View all posts by Dreamer →