অনেকেই আমাদের পিউরপিডিএফবুক ডটকম সাইটটির ব্লগার টেমপ্লেট টি চেয়েছিলেন, তাই আমার সেকসল ভিজিটরদের কথা চিন্তা করেই আজকে আমি আমাদের Purepdfbook সাইটের Blogger Template টি ফ্রিতে শেয়ার করবো।
Purepdfbook Blogger Template টির ফিচারস গুলো দেখে নিনঃ
রেসপন্সিভ ডিজাইন।
মোবাইল ফ্রেন্ডলি টেমপ্লেট।
টপ বাটন যুক্ত রয়েছে।
সম্পুর্ন কাস্টমাইজ করা যাবে।
কপি পেস্ট প্রটেকশন রয়েছে।
রিলেটেড পোস্ট রয়েছে।
ইন্টারনাল বা এক্সটারনাল লিংক খুব সহজেই যুক্ত করা যায়।
লেআউট অল গ্যাজেট কাস্টমাইজ করা যাবে।
এডসেন্স এড কোড যেখানে খুশি সেখানেই খুব সহজেই যুক্ত করা যাবে।
ফুটার ক্রেডিট এডিট করা যাবে।
Purepdfbook Blogger Template রিভিউঃ
আপনি যদি পিডিএফ ডাউনলোড সাইট তৈরী করতে চান ব্লগার দিয়ে তাহলে চোখ বুঝে এ টেমপ্লেট টি ইউজ করতে পারেন। অথবা আপনি যদি ব্লগ বা নিউজপেপার সাইট ও তৈরী করতে চান তাহলেও এ টেমপ্লেট টি ব্যবহার করতে পারেন।
সত্যি বলতে আমি প্রায় ২ বছর এ টেমপ্লেট টি ইউজ করেছি এবং এর সকল ফিচার্স গুলো আমার অনেক ভালো লেগেছে।
একটি ভালো টেমপ্লেটে যা কিছু থাকা দরকার তার সবকিছুই এটিতে রয়েছে। আপনি যদি হোমপেজে নেকস্ট ও প্রিভিউজ বাটন চান তাহলেও সেটি রয়েছে এবং এর হোমপেজ টি খুবই অসাধারণ লাগে যেকোনো ডিভাইসের ভিউয়ে।
এই Purepdfbook Blogger Template টির অরিজিনাল টেম্পলেটটির নাম সম্ভবত yourbook না যেনো ubook. আপনি গুগলে এই নামদুটি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, আমার এই টেম্পলেটটি আমি নিজে অনেক মডিফাই করে সুন্দর করে সাজিয়েছি। আপনি অরিজিনাল নিউ টেমপ্লেট টি ব্যবহার করলে খুব বেশি ফিচারস পাবেননা।
যাহোক Purepdfbook টেমপ্লেট টির ডেমো দেখে নিন 👇
Purepdfbook Blogger Template Demo
Purepdfbook Blogger Template নিয়ে নিন
পোস্টটি পড়ে উপকৃত হয়ে থাকলে, পোস্ট লিংকটি কপি করে আপনার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যেনো তারাও লাভবান হয়।