হাই প্রিয় ভাই ও বোন আপনি যদি রাসুলের দাদির নাম জানতে চান তাহলে অবশ্যই এই পোস্ট টি মনযোগ দিয়ে পড়বেন, বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করবো।
নবীজির / রাসূল (সা.) এর দাদীর নামঃ
রাসুলের সম্মানিতা দাদী’র নামঃ হযরত ফাতেমা বিনতে সা’দ আল – আমেরিয়া আল – জাহরানিয়্যাহ্। / ফাতেমা বিনতে আমর ইবনুল আয়েয।
রাসূল (সা:) এর দাদা আব্দুল মুত্তালিবের স্ত্রী অর্থাৎ রাসুল (সা:) এর দাদীর সংখ্যা ছিল ৬ জন।
নবীজির ৬ জন দাদির নাম নিচে দেওয়া হলোঃ
১ম স্ত্রীঃ সাফিয়্যা বিনতে জুয়াইনদ।
২য় স্ত্রীঃ ফাতেমা বিনতে আমর ইবনুল আয়েয।
৩য় স্ত্রীঃ লুবনা বিনতে হাজের।
৪র্থ স্ত্রীঃ হালা বিনতে ওয়ামীর ইবনে আবদে মানাফ।
৫ম স্ত্রীঃ তামীলা বিনতে খাইয়াব বিন কুলাইব।
৬ষ্ঠ স্ত্রী: মুনিমা বিনতে আমর ইবনে মালেক।
আরো পড়ুনঃ ৬ষ্ঠ শ্রেণীর সকল বই PDF Download | Class 6 All Subject Book
ফাতেমা বিনতে আমর সম্পর্কেঃ
ফাতিমা বিনতে আমর (আরবি: فاطمة بنت عمرو; ৫৭৬ সালে মৃত্যু বরন করেন) তিনি ছিলেন ইসলামিক নবী মুহাম্মদ এবং আলী ইবনে আবি তালিবের দাদী এবং আবদ আল-মুত্তালিব ইবনে হাশিমের অন্যতম স্ত্রী।
তিনি কুরাইশ গোত্রের বনু মাখজুম বংশের ছিলেন, তার সহ – স্ত্রীদের থেকে ভিন্ন, যারা সকলেই বহিরাগত গোত্র থেকে ছিলেন এবং মক্কায় তুলনামূলকভাবে কম প্রভাব বিস্তার করেছিলেন।
তার পুরো নাম ছিল ফাতিমা বিনতে আমর ইবনে আইদ ইবনে ইমরান ইবনে মাখজুম। তার মা ছিলেন সাখরাহ বিনতে আবদ ইবনে ইমরান, তিনিও বনু মাখজুম থেকে; সাখরার মা ছিলেন তাখমুর বিনতে আবদ ইবনে কুসাই।
নবীজীর দাদির সম্পর্কে আরো বিস্তারিত জানুন উইকিপিডিয়ায়ঃ ফাতিমার বিনতে আমরের সন্তান কয়টি?
নবিজীর বাবার নাম কি?, নবিজীর দাদার নাম কি?- নবীজির নানির নাম কি? মোহাম্মাদ সাঃ এর কয় পূত্র ছিল? – মোহাম্মাদ সাঃ এর কয় মেয়ে ছিল? এ ধরনের বা এ সম্পর্কিত আরো অনেক পোস্ট পড়তে puretrick99.com ওয়েবসাইটটি ভিজিট করুন।
আপনি যদি টেক লাভার হয়ে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে; আমাদের চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখতে পারেন, আশাকরি আপনি উপকৃত হবেন। আমি প্রতিটি ভিডিওতে সত্য বিষয়টি জানানোর চেষ্টা করি। আপনি যদি অনলাইন বা ইন্টারনেট থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে Online Earning প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখুন।
পোস্টটি পড়ে উপকৃত হয়ে থাকলে, পোস্ট লিংকটি কপি করে আপনার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে সকল বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যেনো তারাও লাভবান হয়।
Tags:
নবীজির বংশ তালিকা – নবীজির নানীর নাম কি – নবীজির ছেলেদের নাম। – নবীজির দাদার নাম কি – নবীজির চাচার নাম কি – নবীজির একটি ঘোড়া ছিল তার নাম কি, নবীজির দাদির নাম কি, রাসূল সা. এর দাদীর নাম কি, Nobijir Dadir Name Ki, মোহাম্মাদ সাঃ এর দাদির নাম কি, নবী মোহাম্মদ সঃ এর দাদীর নাম