How to add visitor counter in your WordPress or Blogger Website – 2022 | How to add Visitor Counter | Online Counter | Hit Counter on Blogger or WordPress.
How to add visitor counter in your WordPress or Blogger Website – 2022
There is no alternative to visitor counter / online counter to make a blog or website interesting. An online counter is needed to understand how many people are now online on the website. You may have seen many websites before, written at the bottom of the website or like a button, it shows 2 people are online, or 10 people are online.
What is a visitor counter?
The visitor counter is the number of daily visitors to a website, the total number of daily page views on the website. How many page views yesterday, how many page views in the last seven days, how many page views in the last month, how many page views in the current month, etc.
When a visitor sees, such a website has 2,000 pages daily. Then a positive idea is born in his mind. As a result, the person will visit your website directly, and when they search for something in the search results, if any post on your site is at the end of the search results page, they will still click on your post.
What is an online user counter?
An online user counter is an online user counter used to see how many visitors are on a website at the same time. It looks very interesting when used on the site, and the website looks very professional.
How to add online user counter:
1. Click here first
https://www.supercounters.com/
2. Then click on the counter you want to create. I will create an online user counter, so I clicked on the 3rd.
3. Then click Submit.
4. Now copy all the codes.
If you are a WordPress user, go to Theme Edit, open the Footer.php file, paste the code in the Footer section. Then save it, check now that the counter has been added.
And if you are a blogger user, then keep reading the post.
5. Go to the dashboard of your Blogger site. And click on the theme option.
6. Click on the Edit HTML option.
7. Now go down to the theme once, find the footer section of your theme. And paste the codes in the footer.
8. Then save, click on the three dot.
Click here to see the demo
(Note: If you can’t find the footer section, go to the layout of your Blogger site, add the JavaScript gadget, and paste the codes into the body of this gadget to save.)
Thanks for reading the post, if you find the post useful, share it with your friends by clicking the share button.
একটা ব্লগ বা ওয়েবসাইটকে আকর্ষণীয় করতে visitor counter / Online Counter এর বিকল্প নেই। ওয়েবসাইটটিতে কতোজন এখন অনলাইনে আছে তা বোঝার জন্য অনলাইন কাউন্টারের দরকার। আপনি হয়তো এর পূর্বে অনেক ওয়েবসাইটেই দেখেছেন, ওয়েবসাইটের নিচের দিকে লেখা বা একটি বোতামের মতো থাকে, তাতে দেখা যায় ২ জন অনলাইনে আছে, বা ১০ জন অনলাইনে আছে।
ভিজিটর কাউন্টার কি?
ভিজিটর কাউন্টার হলো, একটি ওয়েবসাইটে ডেইলি কতোজন ভিজিটর ভিজিট করেছে, ওয়েবসাইটটিতে ডেইলি মোট কতো পেজ ভিউস হয়েছে। গতকাল কতো পেজ ভিউস হয়েছে, লাস্ট সাত দিনে কতো পেজ ভিউস হয়েছে, লাস্ট একমাসের টোটাল পেজ ভিউ কতো হয়েছিলো, বর্তমান মাসে কতো পেজ ভিউ হয়েছে ইত্যাদি।
একজন ভিজিটর যখন দেখতে পায়, অমুক ওয়েবসাইটটি ডেইলি ২ হাজার পেজ ভিউ হয়েছে। তাহলে তার মনের ভিতরে একটি পজিটিভ ধারনা জন্ম নেয়। এরফলে ঔ ব্যাক্তিটি ডাইরেক্টলি আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, আবার যখন কোনোকিছু সার্চ রেজাল্টে সার্চ করবে, তখন যদি আপনার সাইটের কোনো পোস্ট সার্চ রেজাল্ট পেজের শেষে ও থাকে তবুও আপনার পোস্টটিতেই ক্লিক করবে।
অনলাইন ইউজার কাউন্টার কি?
অনলাইন ইউজার কাউন্টার হলো, একটি ওয়েবসাইটে কতোজন ভিজিটর একই সাথে রয়েছে তা দেখার জন্যই অনলাইন ইউজার কাউন্টার ব্যবহৃত হয়। এটি সাইটে ব্যবহার করলে দেখতে অনেক আকর্ষণীয় লাগে, এবং ওয়েবসাইটটি দেখতে অনেক প্রফেশনালী লাগে।
কিভাবে যুক্ত করবেন অনলাইন ইউজার কাউন্টারঃ
1. প্রথমে এখানে ক্লিক করুন
https://www.supercounters.com/
2. এরপরে আপনি যে কাউন্টার তৈরী করতে চান সেটিতে ক্লিক করুন। আমি অনলাইন ইউজার কাউন্টার তৈরী করবো, তাই ৩য় টিতে ক্লিক করলাম।
3. এরপর সাবমিটে ক্লিক করুন।
4. এখন কোডগুলো সব কপি করে নিন।
আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হয়ে থাকেন তাহলে থিম এডিটে গিয়ে, ফুটার ডট পিএইচপি ফাইলটি ওপেন করে, ফুটার সেকশনে পেস্ট করে দিন কোডগুলো। এরপর সেভ দিয়ে দিন, এখন চেক করে দেখুন কাউন্টার যুক্ত হয়ে গেছে।
আর যদি ব্লগার ইউজার হয়ে থাকেন তাহলে পোস্ট টি পড়তে থাকুন।
5. আপনার ব্লগার সাইটের ড্যাসবোর্ডে যান। এবং থিম অপশনে ক্লিক করুন।
6. এডিট এইচটিএমএল অপশনে ক্লিক করুন।
7. এখন থিমের একবারে নিচে যান, আপনার থিমের ফুটার সেকশনটি খুজেঁ বের করুন। এবং ফুটারে কোডগুলো পেস্ট করে দিন।
8. এরপর সেভ করুন, থ্রি ডটে ক্লিক করে।
(বিদ্রঃ যদি ফুটার সেকশন খুজে না পান, তাহলে আপনার ব্লগার সাইটের লে আউটে গিয়ে JavaScript গ্যাজেটটি যুক্ত করুন, এবং এই গ্যাজেটের বডিতে কোডগুলি পেস্ট করে সেভ করুন তাহলেও হবে।)
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য, পোস্ট টি উপকারী মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, শেয়ার বাটনে ক্লিক করে।