September 26, 2023

Hawa Movie Ticket and Showtimes Near Me | যে সব হলে গিয়ে হাওয়া মুভি দেখতে পারবেন

Hawa movie near me ticket and showtimes and Hawa Movie Hall List: আপনি যদি আপনার নিকটস্থ হলে গিয়ে হাওয়া মুভিটি দেখতে চান তাহলে এই পোস্ট টি আপনার জন্য।  এই পোস্ট টি পড়ে আপনি হাওয়া মুভি হল লিস্ট এবং মুভিটি সম্পর্কে অনেক তথ্যই জানতে পারবেন।

হাওয়া বাংলা সিনেমা ২০২২

আপনারা জানেন যে হাওয়া মুভিটি রিলিজ হয়ে গেছে, এবং বিভিন্ন হলে এটি দেখানো হচ্ছে। বর্তমানের বাংলা সিনেমা গুলোর মধ্যে আমার দেখা সব থেকে টপ মুভি এটি, এ মুভিটির ট্রেইলার দেখে মানুষের মনে যেমন কৌতূহল জেগেছিল ঠিক তা থেকেই মুভিটি রিলিজ হওয়ার পরে জনপ্রিয়তা ও পেয়েছে বেশ। এই মুভিটির অভিনেতা ছিলেন চঞ্চল চৌধুরী।

হাওয়া সিনেমার প্রধান চরিত্রে কারা?

আমরা তো ইতিমধ্যেই জেনে গিয়েছি যে হাওয়া মুভিটিতে চঞ্চল চৌধুরী অভিনয় করবেন। তবে এর পাশাপাশি আরও অভিনয় করবেন শরিফুল রাজ এবং নাজিফা তুষি। শরিফুল রাজ এবং নাজিফা তুষি এই দুইজনের মধ্যে আপনার কাছে কার অভিনয় সবচেয়ে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন।

আপনারা হাওয়া মুভিটির ট্রেইলার দেখেই জানতে পেরেছেন হয়তো কারা কারা অভিনয় করেছেন এ মুভিতে। অভিনেতা ছিলেন আমাদের প্রিয় চঞ্চল চৌধুরী,  তবে এর পাশাপাশি আরও অভিনয় করবেন শরিফুল রাজ এবং নাজিফা তুষি।
এই মুভিটি হলে না গিয়ে বাড়িতে বসে মোবাইল কিংবা ল্যাপটপ – কম্পিউটারে অনলাইনে বা ডাউনলোড করে দেখতে চাইলে নিচের 👇 লিঙ্কটিতে চাপ দিন।

Hawa Movie Download Link | হাওয়া সম্পুর্ন মুভি ডাউনলোড করুন Google Drive Link থেকে

Hawa movie near me ticket and showtimes

হাওয়া বাংলা সিনেমার মূল গল্প হলোঃ

আপনারা প্রত্যেকেই জানেন যেকোনো কিছু তৈরী করলে সেটির একটি মেইন গল্প বা রহস্য থাকে, যেটা থেকে মানুষ কিছু শিখবে।
প্রত্যেকটি নাটক বা সিনেমা একটি গল্পকে কেন্দ্র করেই সামনের দিকে আগাতে থাকে, এবং গল্পের চূড়ান্ত পর্যায়ে এসে গল্পটি শেষ হয়ে যায়, মানে মুভিটি সমাপ্ত হয়।
হাওয়া মুভিটির ও একটি গল্প রয়েছেঃ এই মুভিতে জেলেদের জীবনকাহিনী নিয়ে তৈরী করা হয়েছে, এবং তাদের জীবনের অলৌকিক ঘটনাগুলো তুলে ধরেছেন এই মুভিতে। এছাড়াও মুভিতে রয়েছে রোমাঞ্চকর অনেক ছোট ছোট ক্লিপ যা দেখে মুভিটি দেখার মজা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে।

হাওয়া মুভি হল লিস্ট / Hawa Movie Hall List:

১। মধুমিতা সিনেমা – স্থান – মতিঝিল, ঢাকা।
২। শ্যামলী সিনেমা – স্থান – শ্যামলী স্কয়ার, শ্যামলী, ঢাকা।
৩। স্টার সিনেপ্লেক্স – স্থান – বসুন্ধরা সিটি, পান্ধপথ, ঢাকা।
৪। স্টার সিনেপ্লেক্স – স্থান – সনি স্কয়ার, মিরপুর, ঢাকা।
৫। স্টার সিনেপ্লেক্স – স্থান – সিমান্ত সম্ভার, ঢাকা।
৬। স্টার সিনেপ্লেক্স – স্থান – এস.কে.এস. টাওয়ার, মহাখালী, ঢাকা।
৭। স্টার সিনেপ্লেক্স – স্থান – বঙ্গবন্ধু সামরিক যাদুঘর, বিজয় স্মরণী, ঢাকা।
৮। ব্লক বাস্টার সিনেমাস লায়ন সিনেমান – স্থান – যমুনা ফিউচার পার্ক, ঢাকা।
৯। লায়ন সিনেমাস – স্থান – জিনজিরা, ঢাকা।
১০। গ্রান্ড নিলেট সিনেপ্লেক্স অডিটোরিয়াম – স্থান –  এয়ারপোর্ট রোড, সিলেট।

১১। সেনা অডিটোরিয়াম – স্থান – সাভার ক্যান্টনমেন্ট, ঢাক।
১২। উল্কা সিনেমা – স্থান – জয়বেপুর, গাজীপুর।
১৩। রুপকথা সিনেমা – স্থান – পাবনা।
১৪। মধুবন সিনেপ্লেক্স – স্থান – বগুড়া।
১৫। ছায়াবানী সিনেমা – স্থান – ময়মনসিংহ।
১৬। শংখ সিনেমা – স্থান – খুলনা।
১৭। লিবার্টি সিনেমা – স্থান – খুলনা।
১৮। নিনেস্কোপ – স্থান – নারায়নগঞ্জ।
১৯। নিলভার স্ক্রিন – স্থান – চট্টগ্রাম।
২০। সিনেমা প্যালেস – স্থান – চট্টগ্রাম।
২১। সুগন্ধা সিনেমা – স্থান – চট্টগ্রাম।
২২। মম ইন্ – স্থান – বগুড়া।
২৩। রুটট্স সিনেক্লাব – স্থান – সিরাজগঞ্জ

সিনেমা হলের নাম ও স্হানের নাম দিয়ে দিলাম, আশাকরি আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন 💟💛💚💙💝