৫০০+ তীব্র প্রেমের কবিতা – পৃথিবীর সেরা প্রেমের কবিতা – গভীর প্রেমের কবিতা – আধুনিক প্রেমের কবিতা – বিখ্যাত প্রেমের কবিতা – সেরা প্রেমের ছন্দ। উপরোক্ত বিষয়গুলো পেতে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
💟রোমান্টিক প্রেমের কবিতা💟
রূপকথার রানী তুমি ২ নয়নের আলো…………..
সারা জীবন এমনি করে বেসে যাব ভালো।
তুমি আমার জীবন মরণ,আমার জীবন সাথী…..
তোমায় ছেড়ে একলা বল কেমন করে থাকি।
আই লাভ ইউ।
——————————————————-
ভালোাবাসা বাগানের ঝরে যাওয়া ফুল,,,,,,,,,,,
আর, ভালোবাসি মেঘলা নদীর কুল।
ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি,,,,,,,,,,
আর, ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।
——————————————————-
শুভ শুভ শুভ দিন! মনে রেখ চির দিন…………..
কষ্ট গুলো দূরে রেখ….. স্বপ্ন গুলো পুরন করো।
ভালো ভালো স্বপ্ন দেখো, আমার কথা সারাজীবন মনে রেখো।
⭐Popular Posts: ⭐
Bangla Calendar 2023 Bangladesh | বাংলা ক্যালেন্ডার ১৪২৯ খ্রিস্টাব্দ - (full HD Calendar) Download
Hawa full Movie Download Link | হাওয়া সম্পুর্ন মুভি ডাউনলোড করুন Google Drive Link
রোজার সময়সূচি ২০২৩ | সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ সালের রোজার ক্যালেন্ডার | রোজার ক্যালেন্ডার 💥
——————————————————-
মনটা দিলাম তোমার হাতে,,,,,,,,,,,যত্ন করে রেখো।
হ্রদয় মাঝে ছুট্ট করে আমার ছবি একো।
স্বপ্নগুলো দিলাম তাতে,,,,,,,,,,,,আর ও দিলাম আশা।
স্বপ্নের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা।
——————————————————-
স্বপ্ন আমার নীল আকাশে উড়ে,,,,,,,,
আজ গান বেধেছি তোমার দেয়া সূরে।
জানি আমি,,,, তুমি এখন অনেক খানি দূরে,,,,,,,
তবুও তুমি আছো আমার অন্তর জুড়ে।
💟ভালোবাসার কবিতা 💞
——————————————————-
আমার কাছে চাবি আছো
খোলবো তোর থালা
বন্ধ থালা খূলে দিয়ে
মিঠাবো মনের জ্বালা।
——————————————————-
তোমার জন্য পড়ান পোড়ে
মন রয়না ঘরে……..
তুমি আছো এই দেহান্তরে
আমার অন্তর জুড়ে।
————————————————————————-
বুকের খাচায় প্রেমের পাখি
বন্ধি করে রাখি……
মনে পড়লে পাখির কথা
পড়ান খোলে দেখি।
বুকের মাঝে বইছে ঝড়
কাপছে এই অন্তর…..
মন দিলাম সখী তরে
ভোঙ্গনা মনের ঘর।
অসম্ভব সুন্দর প্রেমের কবিতা
ওই দেখা যায় প্রেম গাছ,,,,,,,, ওই আমাদের আশা।
ওই খানেতে বাস করে আমার ভালোবাসা।
ভালোবাসা তুই চাস কি ???
মনের মতো মন পাছ কি?
একটা যদি পাছ, আমায় খবর দিয়ে যাছ।
————————————————————————-
গাড়ি চাইনা,,,, বাড়ি চাইনা
চাইনা কোন ধন
তোমার কাছে চাই বন্ধু
তোমার সুন্দর মন।
————————————————————————-
চার দেয়ালে বন্ধী আমি,,,,,, উড়াল আমার মন
মনটা আমার উড়ে উড়ে
খোজে তোমায় সারাক্ষন।
————————————————————————-
শুধু আছো তুমি তাই.,….. আমি কথা খুঁজে পাই।
দূর হতে আমি তাই….. তোমায় দেখে যাই।
তুমি হালকা হাসো তাই….,,,,,, আমি চন্দ্রের মিষ্টি আলো পাই।।
💟Bangla Premer New Kobita💟
Ami holam akash,,,, Kosto amr magh
jusna amr abegh,,,,, Bristy ami Kanna
Rud amr Hasi,,,,, ki kora bujbha—
Bhondu tumay ami kotho Bhalobasi
————————————————————————-
sodu 2me acho thai,,,, ami kotha kuja pai
dur hota ami tai,,,,, 2my dhaka jai
2my akto haso tai ami chader misty alo pai
————————————————————————-
hajer tara chaina ami,,, akti chad chai
hajer ful chaina ami,,,, ajkti gulap chai
hajer jonom chaina ami,,,,, akti jonom chai
sai jonom a jano sodu 2my ami pai
————————————————————————-
Obhimani Bondhu tumi kico Vujona,
Ki Kora Bujabo Tumay moner badhona,
Tumaka Ki Shob Khula Boltha Hoy,
Amon Kico Kotha Acha Buja Nita Hoy
————————————————————————-
Prem mane Hridoyer Tan,
Prem Mane Akto Obhiman,
2ti Phakir 1ti Nir,
1ti nodir 2ti Thir,
2ti moner 1ti asha,,,,, ar nam Bhalobasa
💟প্রেম কবিতাঃ
চাঁদ সুন্দর, ফুল সুন্দর, আরও সুন্দর তুমি
তোমায় পেয়ে দুনিয়াতে সব পেয়েছি আমি।।
মায়াবী চাঁদের সনে,
চামেলী জাগিয়ছে বনে।
তোমার কথা থেমে থেমে
পড়েছ আমার মনে।
ভুল করে যদি ভালবেসে থাক
ক্ষমা করিও মোর অপরাধ
নিঃস্ব এ প্রাণে জেগেছিল কেন
ভালোবাসার স্বাধ।
আকাশ সুন্দর চন্দ্র তারায়
বাগান সুন্দর ফুলে,
আমি সুন্দর তোমার প্রেমে
যদি না যাও ভুলে।
ব্যথার দান এ পত্র খানা
রাখিও ইহার মান,
আমি বড় তুমি প্রাণ
তাই ফিরে আসার করছি আহব্বান।
————————————————————————-
(১) আজ যখন তুমি জানালার পাশে দাঁড়িয়ে,
মেঘলা ওই আকাশে তাকিয়ে,
যখন হাত দুটি দিবে বাড়িয়ে,
টিপ টিপ বৃষ্টির ফোঁটা,
যখন পড়বে তোমার হাতে,
ভেবে নিও,
আমি দেখা করতে এসেছিলাম,
তোমার কাছে, ঐ বৃস্টির সাথে।
————————————————————————-
(২) আমাকে ছেড়ে কোথাও তোমায় দেব যেতে কিছুতে,
তোমাকে বান্দিয়া যে রাখিবো আমার এই দুই নয়নে তে,
তুমি আর আমি চোখে চোখ রাখিবো দুজন দুজনা তে,
এভাবে কাটাবো সারা টা জীবন হাসি আর খুশিতে,
————————————————————————-
(৩) একটু খানি তোমার ওই চোখের আড়াল হলে
রাগ অভিমান মন টা দিও না ভেঙ্গে,
যদি ও তোমার চোখের আড়াল হলে ও,
মনের আড়াল হয় নি ভেবে নি ও,
তোমায় ছেড়ে থাকতে পারবো না যে,
একটু খানি কষ্ট পেলে,
কষ্ট টুকু যেও ভুলে,
ভুল বুঝ না আমায় নিয়ে,
আমি আবার আসবো ফিরে
তোমার ‘ই’ ঐ বুকের মাঝে।
————————————————————————-
(৪) তুমি আসবে বলে এখনো,
মেঘগুলো ভেসে বেড়াচ্ছে
আমার ওই নীল আকাশে
তুমি আসবে বলে এখনো,
স্বপ্নঘুড়ি গুলো উড়ছে বাতাসে,
তুমি আসবে বলে আমার হৃদয়টা,
ভালোবাসা পাবে পাবে বলছে,
তুমি আসবে আর বলবে,
“আমি ও ভালোবাসি তোমায়”
এটাই আমার মন বলছে।
————————————————————————-
(৫) মাঝে মাঝে হারিয়ে যাব বলে,
হারিয়ে যাওয়া আর হয় না,
মাঝে মাঝে ভালোবাসি বলবো তোমায়,
কিন্তু আর বলা হয় না,
মাঝে মাঝে বলি কল্পনার সাগরে ভেসে যাব,
তোমার ঐ হৃদয় সাগরে তো আর যেতে পারি না,
‘তোমায় অনেক ভালোবাসি’ এটাই বলতে পারি না।
————————————————————————-
(৬) তোমার মনের আকাশ ভারী হলে এসো আমার কাছে,
আলতো করে ছুঁয়ে তোমায় নিব জরিয়ে ভালবেসে,
রাখবো তোমায় সারা জীবন সুখে দুখে আমারে ‘ই’ পাশে,
রাতে চাঁদ দিনে আমরা তাকিয়ে থাকবো ওই নীল আকাশে।
ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস
————————————————————————-
(৭) এই মন কেন যে পেল নতুন আশা,
কেন যে আজ সে পেল নতুন ভরসা,
হয় তো তুমি আসবে ফিরে বলে,
দুঃখ কষ্ট সব মোর যে গেল কেটে।
এভাবে থেকো সব সময় পাশে,
এভাবে ই যদি থাকো না পাশে,
সারা টা জীবন কাটিয়ে দিবো,
শুধু যে তোমায় অনেক ভালোবেসে।
————————————————————————-
(৮) তোমার কাছ থেকে যত ভালবাসা পেয়েছি,
আমার এই পাগল মন পেতে চায় আরো বেশি,
কি না কি জানি আছে তোমার মনের মাঝে,
কেন জানি এই মন টা শুধু আরো চায়,
তোমাকে খুব খুব করে বেশি ভালবাসতে।
————————————————————————-
(৯) হটাৎ প্রেমের আনন্দ থাকে কিছু ক্ষণ,
যে কারনে কষ্ট বেদনা থাকে সারা ক্ষণ,
তাই তো বলি তোমায় আমি,
বড্ড যে বেশি ভালোবাসি,
দেব না হতে অল্প প্রেমর আনন্দ,
করবো তোমায় আমার প্রিয়,
সারাজীবনের সাথীর জন্য,
তোমায় রাখবো আমার করে,
সুখ শান্তিতে থাকবে ভরে,
আমাদের ঐ ছোট্ট ঘরে,
যেখানে তুমি আর আমি,
বুঝবে তুমি তোমায় আমি,
বড্ড বেশি ভালোবাসি।
————————————————————————-
(৯) তোমার প্রতিটা মুহূর্ত আমি,
রেখে দিয়েছি স্মৃতির পাতায়,
তোমার সেই কথাগুলো এখন ও,
রয়ে গেছে মনের কোনায়,
একটি বার কাছে এসে দেখে যাও না,
তোমার জন্য ভালোবাসা কখনই কমবে না
————————————————————————-
(১০) আমি তোমার মনের আকাশ,
আমি হবো তোমার কষ্টের মেঘ,
আমি হবো তোমার কান্নার বৃষ্টি,
আমি হবো তেমার হাশির রোদ,
আর কি হবো আমি
বল না গো প্রিয় তুমি
আর কি হলে বুঝবে তুমি
তোমায় যে অনেক ভালোবাসি।
————————————————————————-
(১১) ও হে প্রিয় তুমি কি জানো,
এই পৃথিবীতে দুটি চাঁদ রয়েছে,
তুমি আমাকে পাগল ভাবছো,
আসলে আমি পাগল নই,
চাঁদ পৃথিবীকে দুটোই,
একটি হলো ওই আকাশের চাঁদ,
আর আরেকটি হলো তুমি আমার চাঁদ।
————————————————————————-
(১২) জানে না সম্পর্কে,
কিন্তু এটুকু জানি,
তোমায় খুব খুব কাছে পেতে চাই
যে টা ভাষায় প্রকাশ করতে পারি না,
যে টা আমি তোমায় বলতে পারি,
যদি তুমি আমাকে অভয় দাও,
যদি তুমি আমায় আপন করে নাও,
তবে ই আমি মন খুলে বলতে পারি,
“তোমাকে আমি অনেক ভালবাসি”।
সেরা রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস
————————————————————————-
(১৩) পৃথিবীর সব ভালোবাসা দেবো,
তোমাকে যদি তুমি আমার হও,
ও প্রিয় যে জেনে নিই,
কাছে তুমি আছো শুধু
যখন তুমি থাকো না,
সব লাগে মরু ভুমি,
————————————————————————-
(১৪) মন টা যদি থাকে ভালো,
সবই লাগে আরো ভালো,
মনটাকে তো ভালো রাখতে,
তোমাকে ই শুধু প্রয়োজন,
তুমি কি প্রিয় হবে,
আমার মন খুশি হয়ে,
চাই না তোমায় দিতে কষ্ট,
দেবো তোমার সাথে কখন ও আড়ি,
আমি ভালোবাসি জোরছে বলতে পারি।
————————————————————————-
(১৫) ভালোবাসি নীল আকাশ,
যদি তুমি হাও মাটি,
ভালবাসি সন্ধ্যা ঘন মেঘ,
যদি তুমি হও মেঘের সাথী,
ভালোবাসি হৃদয়ের অজানা কাউ কে,
যদি তুমি সেই অজানা মানুষ টি,
ভালোবাসি কোকিলের সুমধুর ডাক,
যদি তুমি হও সেই কোকিল,
ভালোবাসি পাখির কিচির মিচির ডাক,
যদি তুমি হও সেই পাখি,
ভালোবাসি সবই আমি,
যদি তুমি হও সেটি,
ভালোবাসি তোমায় আমি,
আর কিছু লাগে নাকি,
————————————————————————-
(১৬) মন থেকে তোমাকে মনে করি,
প্রতিদিন তোমাকে মেসেজ করি,
যদি ও জানি তুমি অনেক বিজি,
রিপ্লে দেবে না করবে না আমায় মেসেজ,
তারপর ও তোমার জন্য এখনো ওয়েট
করি যদি তুমি দিয়ে দাও একটি মেসেজ,
ভেবে নিব তুমি ও ভালোবাসো আমায়।
————————————————————————-
(১৭) আমার এই মন ভেতরে গিয়ে দেখো
কতটা ভালোবাসি তোমায়
আমার এই মনের ভিতরে গিয়ে দেখো
এঁকে রেখেছি তোমার ই ছবি,
কেন তা জানো না, জানো কি তুমি,
শুধু যে তোমাকে ই আমি ভালোবাসি।
————————————————————————-
(১৮) অর্থ কি ভালোবাসি বলা কথা টার,
যদি হয় সারা দিন তোমায় মিস করা,
তাহলে তোমায় অনেক ভালোবাসি,
কেন না সারা দিন তো তোমাকে ই মিস করি,
ভালোবাসি বলা কথা টার অর্থ যদি হয়,
চোখ বুজলে ই তোমার মুখ টি ভেসে ওঠা,
তাহলে ভেবে নিও তোমাকে ই ভালোবাসি,
ভালোবাসি কথা টার অর্থ যদি হয়,
সারাক্ষণ তোমার স্মৃতিতে ডুবে থাকা,
ভেবে নিও তবু ও শুধু তোমাকে ই ভালোবাসি,
কেন না তোমায় অসংখ্য বার ভালোবাসি,
এক জীবনের পরে আরেক জীবনে ও,
শুধু তোমাকে খুব বড্ড ভালোবাসি।
————————————————————————-
(১৯) আজো তোমাকে প্রতিদিন মনে পড়ে
আজ ও তোমাকে নিয়ে ভাবি
আজ ও তোমাকে নিয়ে নতুন স্বপ্ন দেখি
যদি ও জানি তুমি আসবে না,
জানি তুমি আমার হবে না,
তবু ও!!!
তোমার জন্যই অপেক্ষা করি।
ভালোবাসার ছন্দ/ প্রেমের ছন্দ / প্রেম ছন্দ
————————————————————————-
(২০) আমি যদি শীতের চাদর হতাম,
তাহলে তোমায় সারাক্ষণ জরিয়ে ধরতাম।
আমি যদি গরমের বাতা হতাম,
তাহলে তোমায় সারাক্ষণ বাতাসের পরশ দিতাম।
আমি যদি কোকিল হতাম,
তাহলে তোমায় সারাক্ষণ মিষ্টি সুর শুনাতাম।
আমি যদি চাদ হতাম,
তাহলে তোমায় সারা রাত গল্প শুনাতাম।
আমি যদি বৃষ্টি হতাম,
তাহলে তোমায় যখন ইচ্ছে তখনই ভিজিয়ে দিতাম।
আমি যদি সুখ হতাম,
তাহলে তোমায় সারাজীবন সুখে রাখতাম
আমি যদি তোমার হতাম,
তাহলে আমার চাইতে ও বেশি তোমায় ভালোবাসতাম।
————————————————————————-
(২১) রাত্রি বেলা জোৎসনা ভরা চাদের আলো,
বড্ড বেশি তোমায় আমি বাসি ভালো,
রাত্রি বেলা জোনাকি পোকা ও ছড়াচ্ছে আলো,
সারা জিবন তোমায় আমি বাসবো ভালো,
রাত্রি বেলা হাজার হাজার তারার খেলা,
দেখবো তোমায় দিন রাত্রি সারা বেলা,
রাত্রি বেলার এই শান্ত ভুবন,
চাচ্ছি তোমায় আরেক জনম।
————————————————————————-
(২২) এখন কার দিন গুলো,
হয় তো কাল হয়ে যাবে স্মৃতি,
মনের খাতায় লেখা,
প্রতি টা পাতায় লেখা থাকবে স্মৃতি,
কোন এক নিস্তব্ধ রাতে খুজে দেখো,
তোমার ঐ মনের খাতায় লেখা প্রতিটা স্মৃতি,
তোমার লেখা আবছা আবছা স্মৃতির মাঝে,
খুঁজে পাবে আমার ও কিছু স্মৃতি,
সবই তো ছিল তোমার আমার,
প্রিয় মুহূর্তের স্মৃতি,
হয়তো সেটা ঐ দিন হয়ে যাবে,
কোন এক অজানা স্মৃতি।
————————————————————————-
(২৩) পৃথিবীতে সবার প্রিয় মানুষ টাকে ছাড়া বেচে থাকতে পারে।
কারো জীবন কারো জন্যে থেমে না থাকলে ও,
কিন্তু আমি কখনোই তোমায় ছাড়া বাচবো না।
কেন জানো! আমি সবার মত না তাই তো,
আমি তোমায় সবার চাইতে ও বেশি ভালোবাসি।
————————————————————————-
(২৪) যখন তুমি বৃষ্টি ভেজা পায়ে,
আমার সামনে আসো,
আকাশ টা ও তখন,
তার বুকে জল ছবি আঁকে,
যখন তুমি আমার সামনে এসে,
একটু খানি মুচকি হাসো,
তখন স্বপ্নের আকাশের পাখি রা,
তাদের ডানা মেলে দেয়।
————————————————————————-
(২৫) মাছের যেমন প্রয়োজন পানি
পানি ছাড়া বাঁচে না মাছ,
আমার প্রয়োজন শুধুই তুমি
তোমায় ছাড়া আমি ও শেষ।
————————————————————————-
(২৬) দিনের যেমন সূর্য প্রয়োজন
রাতের প্রয়োজন তাই চাঁদ,
তোমার জন্যেই আছি আমি
আমি তোমাকে ভালোবাসি।
————————————————————————-
(২৭) অনেক বেশি ভালোবাসি
কোন নিয়মে তোমায় আমি,
সে টা আর জানি না আমি,
আমি শুধু এটুকু জানি,
তোমায় অনেক ভালোবাসি।
————————————————————————-
(২৮) ভালোবাসার নিয়মের কথা আমি তো আর জানি না,
তুমি আমার হবে না এই কথা টা মানি না,
যত বাধা যত বিপদ হোক না যাই কিছু
সব টা সময় থাকবো আমি তোমার পিছু পিছু।
————————————————————————-
(২৯) আমার মন খুঁজে সারাক্ষন,
তোমার ই মনের মতন,
মনের আশা করতে পূরণ,
তোমাকে যেই শুধু প্রয়োজন,
শুণ্য মনের মাঝে লুকিয়ে আছে,
আমার অনেক আশা,
তারি মাঝে লুকিয়ে আছে,
তোমার আধো ভালোবাসা।
————————————————————————-
(৩০) চাঁদের কাছে সূর্য লুকায়,
দিনের কাছে চাদ লুকায়,
আমার লুকানো সব তোমায়,
দিতে চাই যা আছে আমার,
সকাল বেলা তোমার মাঝে,
ডুবে থাকে এই আবেগী মন,
তোমার ছিলাম তোমার ই আছি,
তোমার ই থাকবো সারা টা জীবন।
রোমান্টিক মিষ্টি প্রেমের ছন্দ মালা
————————————————————————-
(৩১) খুব ইচ্ছে করে রংধনুর সাত রং,
মেখে দিতে তোমার সারা গায়ে,
যদি তুমি দাও হাত টা তোমার বাড়িয়ে,
দেখবে তুমি কত যে ভালোবাসি আমি,
তোমার জন্য চাদ টা এনে দিতে পারি,
যদি বলো আমি ও তোমায় ভালোবাসি।
————————————————————————-
(৩২) তোমার আমার খুনসুটি,
আছে যত খুটিনাটি,
কত যে করেছি প্রেম,
বলেছি আছে যত কথা,
হটাৎ পরে গেলো মনে,
একটু একটু ব্যথা করে,
তেমায় আজো চাই যে পেতে,
আমার কাছে জীবন ভরে।
————————————————————————-
(৩৩) মনে মনে ভাবছি
কি ভাবে গেল সারাটা ক্ষণ
তোমার আশায় আশায়
সত্যিই কি তুমি মিশে আছো
আমার ভালোবাসায়
যদি তাই হয়
তবে কেন দাও না ধরা
যদি তাই হয়
তাহলে কেন আমার লাগে
সারাটা ক্ষণ মায়া
ও প্রিয় আর না করে দেরি
একটা বার দিও
শিখিয়ে প্রেমের হাতে খড়ি।
————————————————————————-
(৩৪) ভাবতে ভাবতে হচ্ছে বোরিং,
তুমি কাছে নেই বলে,
ভাবতে ভাবতে হচ্ছে বোরিং
তোমার রিপ্লে আসে নি বলে,
ভাবতে ভাবতে হচ্ছে বোরিং,
তুমি এখনো কল দাও নি বলে,
কত আর ভাববো বলো
কতই বা আর বোরিং হবো,
তোমায় পাওয়ার আশায়,
প্লিজ প্রিয় একটা মেসেজ দিও।
————————————————————————-
(৩৫) তুমি ভয় পাচ্ছ! আমার ভালোবাসা ফুরাবে বলে,
যদি তাই ভেবে থাকো, তাহলে জেনে নিও,
চির কাল টা যদি তুমি থাকো আমার পাশে,
তাহলে তোমায় কখনো পেতে দেব না এই ভয়,
যদি তুমি আমাকে হারা বার ভয়ে থাকো,
কাছে থেকে কখনো দূরে যেতে দেব না,
আগলে রাখবে আমার বুকের মাঝে,
কেন তা জানো তুমি হয়তো জানো না,
তোমায় যে আমি বড় বেশি ভালোবাসি,
————————————————————————-
(৩৬) তুমি কি আসবে আমার ঘরে,
লাল শাড়ি পড়ে বধু বেশে,
চাই না আর কিছুই আমি,
চাই না আমি কিছুই,
চাইতো শুধু মরতে তোমায় ভালোবেসে,
যদি তুমি একটাবার বলো,
বড্ড ভালোবাসো আমায় বলো,
একটু বলো না,
একটু মুচকি হেসে।
————————————————————————-
(৩৭) কতদিন যায় আসে,
কত সময় স্রোতে ভাসে,
কেউ হাসে কেউ বা আবার কাঁদে,
তাতে কার কি আসে যায়,
খুঁজে দেখো তোমার আশে পাশে,
কেউ না কেউ হয় তো তোমায়,
তার জীবনের চেয়ে ও বেশি ভালোবাসি।
————————————————————————-
(৩৮) আমার ভালোবাসা কখনো ই ফুড়োবে না,
যদি তুমি চিরকাল থাকো আমার পাশে,
একটু আদর আর একটু ভালোবেসে,
দেখবে চেয়ে তুমি, তোমার জন্য আমি,
অফুরন্ত রয়ে যাব, সারা টি জীবন ভরে।
মিষ্টি প্রেমের কবিতা/রোমান্টিক কবিতা/ভালবাসা কবিতা
————————————————————————-
(৩৯) প্রিয় তুমি কি জানো,
প্রিয় এর মানে কি?
প্রিয় এর মানে হলো,
হাত আর চোখের মতো,
হাতে যখন আঘাত লাগে,
তখন চোখ থেকে অশ্রু ঝরে,
যখন চোখ থেকে অশ্রু ঝরে
তখন হাত টা চোখ টা কে মুছে দিয়ে বলে
এটাই প্রেম, এটাই ভালোবাসা
এটাই তুমি আমার প্রিয়।
————————————————————————-
(৪০) সকালে যখন রোদ উঠে,
মেঘ কেটে যায় মনের মাঝে,
রাতে যখন সন্ধ্যা আসে,
রোদ টা আবার যায় লুকিয়ে,
তোমায় ভালোবাস বো আমি,
রাত কি বা নেই দিন নেই,
আমি তোমার সঙ্গী হব,
যখন তখন ঘুমের ঘোরে,
সব টা সময় রয়ে যাবো,
তোমার এই জীবনের তরে।
————————————————————————-
(৪১) রাতের আকাশে তাকালে দেখবে,
হাজার লক্ষ তারার মেলা,
রাতের আকাশে তাকালে দেখবে,
চাঁদকে ঘিরে তাদের,
নানা রকমের খেলা,
হাত বাড়ালে পাবে,
তুমি পাবে অনেক বন্ধু,
আমার মত বন্ধু যে তোমার,
কেউ যে হবে নাতো,
তোমার জন্য হাসবো আমি,
তোমার জন্য কাঁদবো,
তোমায় নিয়ে খেলবো,
আমি তোমায় ভালবাসব।
————————————————————————-
(৪২) বলি একটা কথা তোমায় শুনো কানে কানে,
সারা টা ক্ষন থাকো তুমি আমার প্রাণের মাঝে,
ভালোবাসা কেন এমন হয় জানি না তো আমি।
শুধু জানি তোমায় আমি অনেক ভালো বাসি।
তোমায় পেয়ে ভরে যায় আমার মনের আশা,
আবার সাজাই তোমায় নিয়ে নতুন স্বপ্নের পাতা,
তোমায় করে স্বপ্নের সাথী করব পুরণ এক সাথে
তুমি ‘ই’ তো মিশে আছো আমার মনের মাঝে।
————————————————————————-
(৪৩) সারা টা দিন তোমায়, খুঁজে বেড়াই,
তোমার তো আর দেখা কেন যে নাই,
চোখ টা বুঝলেই কেন দেখি তোমায়,
চোখ খুললে দেখি তুমি যে আর নেই,
তোমাকে যদি দেখতে বা না পাই,
আবার সারা টা দিন খুঁজে বেড়াই।
————————————————————————-
(৪৪) তোমাকে যে কখন ও ভুলতে পারবে ন,
তোমাকে যে কখন ও কষ্ট দিতে পারবো না,
তোমাকে যে কখন হারাতে দিবো না,
তোমাকে যে কখন দুরে যেতে দিবো না,
কারন! কারন! কারন যে,
আমি তোমাকে মনের গহিন থেকে ভালোবাসি।
————————————————————————-
(৪৫) রাতে যদি কারো কথা মনে পড়ে,
হাল্কা বাতাস যখন তোমাকে ছুয়ে যাবে,
চোখ টা বন্ধ করে ঘুমিয়ে যেও,
হয়তো যাকে ভালো বাসো সে,
তোমার স্বপ্নে আসতে চাইছে,
তোমাকে তার স্বপ্নের দেশে নিয়ে যেতে,
যেখানে তুমি আর সে থাকবে।
————————————————————————-
(৪৬)শুন্য ছিলাম আমি ছিলো না মোর কিছু
তোমায় একটু দেখেই নিলাম তোমার পিছু,
আমায় নিয়ে অল্প অল্প প্রেমের গল্প হলো রচিত,
তোমায় নিয়ে কারো কাছে হবো না মাথা নত,
তুমি ছাড়া কেই যে হবে না মোর সাথী,
তোমায় নিয়ে স্বপ্ন যে দেখেছি দিবা রাত্রি।
————————————————————————-
(৪৭) তোমাকে নিয়ে যত ভালোবাসা,
এর চেয়ে ও বেশি এই মন,
তোমাকে কাছে পেতে চায়,
জানি না কারণে,
জানে না সম্পর্কে,
কিন্তু এটুকু জানি,
তোমায় খুব খুব কাছে পেতে চাই
যে টা ভাষায় প্রকাশ করতে পারি না,
যে টা আমি তোমায় বলতে পারি,
যদি তুমি আমাকে অভয় দাও,
যদি তুমি আমায় আপন করে নাও,
তবে ই আমি মন খুলে বলতে পারি,
“তোমাকে আমি অনেক ভালবাসি”।
————————————————————————-
(৪৮) তুমি যদি হতে অন্ধকারের আলো,
তাহলে ও তোমায় বাসতাম আমি খুব,
যদি তুমি হতে কারো অর্ধাঙ্গিনী,
তবু ও তোমায় করে নিবো আমার সঙ্গী,
তোমায় করব আমার সুখে দুঃখের সঙ্গী,
তুমি যাই হও না কেন, তুৃমি যে আমার,
তুমি যাই বলো না কেন, তুমি ছিল ও আমার।
————————————————————————-
(৪৯) তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে যেতে রাজি…
ভুলতে হয়তো কোনদিনও পারবো না,
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো!
————————————————————————-
(৫০) জীবনে এমন একটা সম্পর্ক করা উচিৎ।
যার সাথে সকল কিছু শেয়ার করা যায়,
রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়।
কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না।
————————————————————————-
💥 Math Solution:💥
চতুর্থ শ্রেণীর লেকচার গাইড Pdf download | NCTB Books Of Class 4
Class 5 Math Solution Guide Book PDF Download | ৫ম শ্রেণীর গণিত সমাধান গাইড বই
Class 6 Math Solution Guide Book PDF Download | ৬ষ্ঠ শ্রেণীর গণিত সমাধান গাইড বই
Class 7 Math Solution Guide Book PDF Download | সপ্তম শ্রেণীর গণিত সমাধান গাইড বই
Class 8 Math Solution Guide PDF Download | অষ্টম শ্রেণীর গনিত সমাধান গাইড pdf
Higher Math & General Math Solution for Class 9-10 PDF Bangla Version