তারাবির নামাজের দোয়া
২০ রাকাত তারাবীর হাদিস সহীহ বইটি পড়ে আপনি জানতে পারবেন তারাবী নামাজ কতো রাকাত। আমাদের সমাজে বা আমাদের দেশে হুজুরেরা সাধারণ জিনিস নিয়ে নিজেদের মধ্যে একটা জগড়া সৃষ্টি করে, আমার মনে হয় তারা যদি উভয় দলে বসে দলিলসহ পরখ করতো তাহলে তাদের মধ্যে এ বিবাদ টা আর থাকতো না।
আমি তারাবি নামজের আরেকটি বই পূর্বে প্রকাশ করেছি যে বইটার নাম হলো সালাতুত তারাবীহ নামে। সেই বইটার কিছু অংশ একটু পড়েছিলাম সে বইটাতে লেখা রয়েছে তারাবী নামাজ আমাদের নবী ১১ রাকাত আদায় করেছে। আমি তখন পর্যবেক্ষণ না করে বইটির রিভিউ লিখেছি, তেমন কিছু লিখিনি বইটি আপনি ইসলামিক ক্যাটেগরিতেই পেয়ে যাবেন।
সে বইটিতে আসলে আমার মনে হয় সব ভুল তথ্য দেওয়া, যা আমাদের দেশে অনেক ছড়িয়ে পড়েছে। কিন্তু এই বইটিতে প্রত্যেকটি কথার দলিসহ প্রমান করেছেন লেখক। এ বইটি পড়বেন, যাদের মনে সংসয় ২০ রাকাত তারাবী নামাজ নিয়ে।তারা বইটি পড়লে ক্লিয়ার বুঝতে পারবেন।
বইয়ের বিবরনঃ
বইয়ের নামঃ ২০ রাকাত তারাবীর হাদিস সহীহ
পৃষ্ঠা সংখ্যাঃ ৬৬ টি।
বইয়ের ধরনঃ ইসলামিক হাদিস
পিডিএফ সাইজঃ ৩ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download
#বইটি ইন্টারনেট থেকে সংগীত। #লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়, বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।
আমাদের ব্লগে আপনার কোনো যদি পিডিএফ থাকে, আপনার অভিযোগ থাকলে আমাদের জানানোর ২৪ ঘন্টার মধ্যে রিমুভ করে দিবো।
ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।