আপনি যদি 2023 সালের রমজানের / রোজার ঈদ কতো তারিখে তা জানতে চান অথবা ২০২৩ সালের ঈদুল ফিতর কতো তারিখে তা জানতে চান তাহলে এই পোস্ট টি আপনার জন্য। আশাকরি পুরো পোস্ট টি মনোযোগ দিয়ে পড়বেন তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবেন।
আসসালামু আলাইকুম।
আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন, আপনারা অনেকেই সার্চ ইন্জিনে ২৩ সালের রোজার ঈদ কতো তারিখে তা জানার জন্য অনুসন্ধান করছেন; তাই আপনাদের কথা ভেবেই আজকের এ পোস্ট লিখতে বসা।
তো চলুন শুরু করা যাক আজকের এ পোস্ট টি, প্রথমেই জেনে নেওয়া যাক
২০২৩ সালের রোজা কতো তারিখে শুরু হবে?
আমরা ইতিপূর্বে এ নিয়ে বিস্তারিত লিখেছি আমাদের ব্লগে চাইলে (এই লিংকে ক্লিক করে পড়ে আসতে পারেন) বাংলাদেশে রমজান শুরু হবে ২৪ শে মার্চ থেকে অর্থাৎ ২৩ তারিখ রাতে তারাবির নামাজ এবং সেহরি পরের দিন ২৪ তারিখ রোজার ১ম দিন।
আপনারা চাইলে ২০২৩ সালের (সব জেলার) রমাজানের ক্যালেন্ডার ডাউনলোড করে নিতে পারেন
২০২৩ সালের রোজার ঈদ কত তারিখে? / ২০২৩ সালের ঈদুল ফিতর কতো তারিখে?
এ বছর যদি ৩০ রোজা হয় তাহলে বাংলাদেশে ঈদ হবে 👇
ইংরেজী মাসের ২৩ এপ্রিল রোজ রবিবার।
বাংলা মাসের ১০ই বৈশাখ রোজ রবিবার।
আরবি মাসের ২ শাওয়াল রোজ রবিবার।
আর যদি ২৯ দিনেই রোজার সমাপ্তি হয় তাহলে ১ দিন আগে ঈদুল ফিতর হবে মানে ২২ এপ্রিল রোজ শনিবার।
আমরা সকলেই জানি আমাদের দেশের তুলনায় সৌদি আরব ১ দিন ফাস্ট; আমাদের বাংলাদেশের ১ দিন আগে উনারা রোজা রেখে থাকে এবং আমাদের ১দিন আগে ওনারা ঈদ পালন করে থাকে সুতরাং উনাদের ফলো করলেই সঠিক তথ্য জানা যাবে। এছাড়াও আমরা জানি রোজার শুরু ও শেষ সম্পুর্ন বিষয়টা চাদের উপর নির্ভরশীল।