হ দিয়ে পুরুষ/ছেলে / মহিলা সাহাবীদের সেরা নামগুলো অর্থসহ – হ দিয়ে কোরআনে বর্ণিত সাহাবীদের নামগুলো।
প্রিয় ভাই ও বোনেরা যারা ইন্টারনেটে বা online এ “হ দিয়ে সাহাবীদের নাম অর্থসহ ” এভাবে খুঁজেছেন তাদের জন্য এই পোস্ট টি লিখতেছি। আশাকরি আপনাদের সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভলো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে আমি আপনাদের মানে আমার প্রিয় মুসলিম ভাইবোনের কথা ভেবেই এই পোস্টটি তৈরী করেছি। ইসলামের দৃষ্টিতে বাচ্চা ভূমিষ্ঠ মানে জন্ম হওয়ার পর পরই শিশুটির সুন্দর একটি নাম রাখা সকল পিতামাতার দায়িত্ব ও কর্তাব্য।
শিশুর নামের অর্থের উপরেই ডিপেন্ড করে শিশুটি বড় হয়ে রাগী মেজাজের কবে নাকি, নরম মনের মানুষ হবে। প্রতিটি মানুষের নামের প্রভাবে কিন্তু ভালো কাজে বা মন্দ কাজে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ে। যাইহোক এ ব্যাপারে অনেক সহীহ হাদিস রয়েছে যা আপনার একটু কষ্ট করে হার্ড কপিতে বা সফট কবি হাদিস বইয়ে অথবা ইউটিউব করে বিভিন্ন হুজুরের মুখে ও শুনতে পারেন।
আমি এই পোস্টে বাছাই করা সুন্দর সুন্দর হ দিয়ে সাহাবীদের নাম শেয়ার করবো, এবং আশাকরি উপকৃত হবেন সবাই।
হ দিয়ে সাহাবীদের নামের তালিকাঃ (2023)
(১) হামজা ইবনে আবদুল মুত্তালিব = (আব্দুল মুত্তালিব নামের অর্থ হচ্ছে, আল্লাহর উপদেষ্টা ও সঙ্গী।)
(২) হামনা বিনতে জাহাশ = (জাহশ নামের অর্থ হচ্ছে, নবী মুহাম্মদের সঙ্গী)
(৩) হালিমা বিনতে আবি যুয়ায়েব (হালিমা সাদিয়া) = (হালিমা নামের অর্থ হচ্ছে, ধৈর্যশীল, মৃদু, বিনয়ী এবং উদার।)
(৪) হাকিম ইবনে হিযাম = (হাকিম নামের অর্থ হলো জ্ঞানী, বিচক্ষণ।)
(৫) হাজ্জাজ ইবনে ইলাত = (হাজ্জাজ নামের অর্থ প্রমাণকারী)
(৬) হাবিব ইবনে মাসলামা = (হাবিব নামের অর্থ হচ্ছে পছন্দ, অত্যন্ত প্রিয়, প্রেমিকা, প্রেমিক।)
(৭) হারিস ইবনে হিশাম = (হারিছ নামের অর্থ হচ্ছে আগ্রহী, আকাঙ্ক্ষী।)
(৮) হাতিব ইবনে আমর = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৯) হাতিব ইবনে আবি বালতায়া = (হাতিব নামের অর্থ হচ্ছে, একজন ব্যক্তি যিনি কাঠ সংগ্রহ করেন।)
(১০) হাসান ইবনে আলী = (আলী নামের অর্থ উন্নত। আবার, ধর্মীয় ও বাংলা অভিধান ভেদে আলী নামের অন্য একটি অর্থ হলো সম্ভ্রান্ত মুসলমানের পদবী।)
(১১) হিন্দ বিনতে উতবা = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(১২) হানজালা ইবনে আবি আমির = (আমির নামের আরবি অর্থ নেতা, অগ্রণী, দলপতি।)
(১৩) হাসসান ইবনে সাবিত = (সাবিত শব্দটি আরবি পরিভাষা থেকে এসেছে। সাবিত নামের আভিধানিক অর্থ হলোঃ স্থিতিশীল এবং অদম্য।)
(১৪) হিলাল ইবনে উমাইয়া = (উমাইয়া নামের অর্থ হলোঃ উমাইয়া একটি আরব্য গোত্রের নাম। উমাইয়া শব্দটি আমাহ শব্দের ক্ষুদ্রত্ববাচক বিশেষ্য। আর আরবী আমাহ বা আমাতুন অর্থ দাসী, বাদী। সুতরাং উমাইয়া শব্দের আভিধানিক অর্থ ছোট দাসী।)
(১৫) হুবায়রাহ ইবনে সাবাল = (সাবাল নামের অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে)
(১৬) হুমায়দাহ আল-বারিকী = (বারিক নামের অর্থ হচ্ছে, উজ্জ্বল।)
(১৭) হিশাম ইবনুল আস = (হিশাম নামের অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে।)
(১৮) হুজুর ইবনে আদি = আদি নামের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, উদার, মনোযোগী।
(১৯) হুসাইল ইবনে জাবির = (জাবির নামের আরবি অর্থ; ভাল কাজ সম্পাদনকারী ব্যক্তি, যিনি শক্তিশালী।)
(২০) হোসাইন ইবনে আলী = (আলী নামের অর্থ উন্নত। আবার, ধর্মীয় ও বাংলা অভিধান ভেদে আলী নামের অন্য একটি অর্থ হলো সম্ভ্রান্ত মুসলমানের পদবী।)
(২১) হুযাইফা ইবনুল ইয়ামান = (ইয়েমেন নামের অর্থ ধন্য, “সৃষ্টিকর্তার অনুগ্রহপ্রাপ্ত”।
(২২) হুজায়ফা বিন মিহসান = (হুজাইফা নামের অর্থ নবীর একজন সহচর।)