September 26, 2023

সালাতের মধ্যে হাত বাঁধার বিধান বই PDF Download (হাদীসতাত্ত্বিক পর্যালোচনা)

salater-moddhe-hat-badhar-bidhan-pdf

সালাতের মধ্যে হাত বাঁধার নিয়মকানুন, সহিহ বিভিন্ন হাদিসের আলোকে pdf বই Free Download | Salater Modde Hat Badhar Niyom / Bidhan pdf book. by ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

সালাতের মধ্যে হাত বাঁধার বিধান বই রিভিউঃ

যুগ যুগ ধরে সালাতে হাত বাধতে দেখেছি পুরুষেরা নাভির নিচে আর মহিলারা বুকে বা নাভির উপরে। কিন্তু গতবছর শুরুর দিকে সম্ভবত শুনি মসজিদের হুজুরের কাছে যে হাত বুকে বাধতে হবে। জিঙ্গেস করলাম, বললেন এতোকাল আমাদের নিকট সহিহ কোনো হাদিস ছিলোনা তাই আমরা সবাই ভুল করেছি কিন্তু এখন যেহুতু জানলাম তাই এখন থেকে আর কেউ ভুল করবো না। যাইহোক অনেকেই বিষয়টা হজম করতে পারেনি এটা বলার কারনে হুজুরদের চাকরি নিয়েও অনেক জায়গায় সমস্যা হয়েছে আবার অনেক হুজুরের চাকরি চলেই গেছে।

যাইহোক কেউ কেউ হুজুরদের কথা বিশ্বাস করেছে আবার আমার মতো অনেক ঘাড়ত্যাড়া লোকেরা ঠিক আগের মতোই রয়ে গেছে। আমি দলিলে বিশ্বাসী মুখের কথায় নয়, এটি নিয়ে একটু অনুসন্ধান করার পরে জানতে পারলাম আমাদের রাসুল যে সময়ে এসেছিলেন সেই সময়ে তো কাফিররা অনেক জ্বালাতন করতেন, এমনকি নামাজে যখন সাহাবিদের নিয়ে দাঁড়াতেন তখন কাফিররা পিছন থেকে এসে সাহাবিদের লুঙ্গি টান মেরে খুলে ফেলতো বা খুলে ফেলার চেষ্টা করতো। লুঙ্গি যেনো না খুলতে পারে তাই নাভির নিচে বাম হাতের উপরে ডান হাত রেখে হাত বাধলে লুঙ্গির গিট শক্ত থাকতো আর খোলার ভয় থাকতো না। বইটি পড়লে সব সমস্যার সমাধান পাবেন বিস্তারিত ভাবে।

আমাদের দেশে সালাতে হাত বাধা নিয়ে তুমুল বিতর্ক দেখা যায়। আপনি যেখানে থাকেন, সেখানে ও এই হাত বাধা নিয়ে তর্কবিতর্ক আছে নিশ্চয়ই। যাইহোক নামাজে হাত বাধা নিয়ে পুরো বাংলেদেশেই একটা গন্ডগোল আর এই সমস্যার সমাধান করার জন্যই ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব এই বই লিখেছেন। সালাতের মধ্যে হাত বাঁধার বিধান এই বইটি লেখক নিজস্ব মতামতের মাধ্যমে লিখে নি এই বইটি বিভিন্ন হাদিসের আলোকে লিখেছেন তাই আমি মনে করি এই বইটি পড়লে হাত বাধা নিয়ে আর কোনো তর্কবিতর্ক থাকবেনা।

  1. বইয়ের নামঃ সালাতের মধ্যে হাত বাঁধার বিধান
  2. বইয়ের লেখকঃ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
  3. পৃষ্ঠা সংখ্যাঃ ১১৬ টি।
  4. বইয়ের ধরনঃ ইসলামিক
  5. পিডিএফ সাইজঃ ৬ মেগাবাইট প্রায়।
  6. ডাউনলোডঃ

    Download Now

রকমারিঃ সালাতের মধ্যে হাত বাঁধার বিধান বই

#বইটি ইন্টারনেট থেকে সংগীত। #লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়,  বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।
আমাদের ব্লগে আপনার কোনো যদি পিডিএফ  থাকে,  আপনার অভিযোগ থাকলে   আমাদের জানানোর ২৪ ঘন্টার মধ্যে রিমুভ করে দিবো। ভুলত্রুটি হলে ধরিয়ে দিবেন বা ক্ষমা করবেন।  ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

Dreamer

শিখতে ও শেখাতে ভালোবাসি ...........

View all posts by Dreamer →