সবার জন্য Vocabulary pdf : free download লেখকঃ মুনজেরিন শহীদ । মুখস্থ করা ছাড়াই Vocabulary শিখুন pdf
আমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় Vocabulary কম জানা। পাশাপাশি না বুঝে মুখস্থ করার চেষ্টা থেকে Vocabulary শেখার প্রক্রিয়াটাই আমাদের কাছে পরিণত হয় এক গোলকধাঁধায়।
ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলার স্বপ্ন আমরা কে না দেখি? -নিশ্চয়ই। আর সাবলীল ইংলিশে কথা বলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ইংরেজিতে দক্ষ হয়ে ওঠার জন্য প্রয়োজন হয় প্রচুর শব্দ জানা এবং সেগুলোর যথাপোযুক্ত ব্যবহার। আর তাই তো আমাদের Vocabulary শেখার কোনো বিকল্প নেই৷ সেক্ষেত্রে বলব, বইটি দারুণ ভুমিকা রাখবে।
বিশেষ করে স্পোকেন ইংলিশ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা, IELTS পরীক্ষা অথবা ফ্রি হ্যান্ড রাইটিং – Vocabulary এর দরকার পড়ে প্রতিটি ক্ষেত্রে। আর আমরাও Vocabulary শিখতে উঠে পড়ে লেগে যাই মুখস্থ করতে। ফলাফল, অল্পদিনেই ত্যাক্ত বিরক্ত হয়ে আমরা Vocabulary শেখার হাল ছেড়ে দিই। অথচ আমাদের Vocabulary শেখার পদ্ধতিটিই হয়তো ভুল!
আর এ ক্ষেত্রে মুনজেরিন আপুর বইটি আমাদের দারুণ সহয়তা করেছে। Vocabulary শেখাকে আরও মজার ও প্রাণবন্ত করে তুলতে সহয়তা করছে বইটি আর তাই তো, Vocabulary শেখাকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তুলতে পড়ুন বইটি।
বইটিতে থাকছেঃ
১. মুখস্থ না করে বুঝে বুঝে Vocabulary শেখার দুর্দান্ত সব টেকনিক।
২. ছবির মাধ্যমে নতুন শব্দের অর্থ ও ব্যবহার শেখার সুযোগ।
৩. বাস্তব পরিস্থিতিতে Vocabulary ব্যবহারের উপায়।৪. বাংলা অনুবাদের মাধ্যমে Vocabulary মনে রাখার শর্টকাট সব টেকনিক।
৫. বহুল ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ ১৮০০ শব্দ।
Vocabulary শিখে নিজের ইংরেজির দক্ষতাকে বাড়িয়ে নিতে পড়ুন pdf বইটি।
লেখক পরিচিতিঃ
মুনজেরিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তার মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি এখন বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১০০পার্সেন্ট স্কলারশিপে তার দ্বিতীয় মাস্টার্স করছেন ইংরেজি শিক্ষার ওপর। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম 10 Minute School এর একজন শিক্ষক এবং তার ভিডিও লেকচারগুলো এরই মধ্যে ২ কোটি ৫০ লক্ষ শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে। তার IELTS স্কোর 8.5। এছাড়াও তিনি 10 Minute School – এর মানবসম্পদ বিভাগের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন।
সবার জন্য Vocabulary বইটির সূচিপত্রঃ
- বইয়ের নামঃ সবার জন্য Vocabulary
- বইয়ের লেখকঃ মুনজেরিন শহীদ
- রিভিউ লেখকঃ Md Farid Uddin Rony
- পৃষ্ঠা সংখ্যাঃ ২০৩ টি।
- বইয়ের ধরনঃ ইংরেজী শেখার বই, ১০ মিনিট স্কুলের বই
- পিডিএফ সাইজঃ ৩৪ মেগাবাইট প্রায়।
- ডাউনলোডঃ Read Online / Download
- রকমারিঃ সবার জন্য Vocabulary বই
আরো পড়ুনঃ
আরো পড়ুনঃ
১। সবার জন্য Vocabulary pdf by মুনজেরিন শহীদ
২। ঘরে বসে স্পোকেন ইংলিশ pdf – মুনজেরিন শহীদ
৩। মোবাইল ফটোগ্রাফি pdf – সাদমান সাদিক
৪। স্মাট ক্যারিয়ার pdf – সোহান হায়দার
৫। ঘরে বসে আয় করুন pdf – জয়িতা ব্যানার্জী
( বর্তমান যান্ত্রিক বিশ্বের সাথে পাল্লা দিয়ে চলতে চাইলে ইংরেজি ভাষা চর্চার কোনো বিকল্প নেই।)
#বইটি ইন্টারনেট থেকে সংগীত। #লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়, বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।
আমাদের ব্লগে আপনার কোনো যদি পিডিএফ থাকে, আপনার অভিযোগ থাকলে আমাদের জানানোর ২৪ ঘন্টার মধ্যে রিমুভ করে দিবো।
ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।
আমি যতবার বইটি ডাউনলোড দেই।পরে আর খুজে পাই না।
download hoyna
বইটি ডাউনলোড করতে চাই
কিন্তু ডাউনলোড হচ্ছে না
দয়া করে সাহায্য করেন ম্যাম