December 9, 2024

র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ | ফ দিয়ে সাহাবীদের নাম | ন দিয়ে সাহাবীদের নাম – by আইয়ুব

র, ন, ফ দিয়ে সাহাবীদের নাম অর্থসহ – শ্রেষ্ঠ সাহাবীদের নাম – পুরুষ সাহাবীদের নাম অর্থসহ – ছেলে সাহাবীদের নাম অর্থসহ।

 প্রিয় ভাই ও বোনেরা যারা ইন্টারনেটে বা online এ “র/ন/ফ দিয়ে সাহাবীদের নাম অর্থসহ ” এভাবে খুঁজেছেন তাদের জন্য এই পোস্ট টি লিখতেছি। আশাকরি আপনাদের সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভলো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে আমি আপনাদের মানে আমার প্রিয় মুসলিম ভাইবোনের কথা ভেবেই এই পোস্টটি তৈরী করেছি। ইসলামের দৃ‌ষ্টিতে বাচ্চা ভূমিষ্ঠ মানে জন্ম হওয়ার পর পরই শিশুটির সুন্দর একটি নাম রাখা সকল পিতামাতার দায়িত্ব ও কর্তাব্য।

  1.  জ এবং ল দিয়ে সাহাবীদের নাম অর্থসহ | কোরআনে বর্ণিত সাহাবীদের নামগুলো 2. ম দিয়ে সাহাবীদের নাম অর্থসহ | কোরআনে বর্ণিত ম দিয়ে সাহাবীদের শ্রেষ্ঠ নামগুলো

    3. আ দিয়ে সাহাবীদের নাম অর্থসহ | কোরআনে বর্ণিত সাহাবীদের নাম – (১০০+ বাছাই করা)

    4.
    স দিয়ে সাহাবীদের নাম অর্থসহ | ছেলে সাহাবীদের নাম অর্থস

    র, ন, ফ দিয়ে সাহাবীদের নাম অর্থসহ

    শিশুর নামের অর্থের উপরেই ডিপেন্ড করে শিশুটি বড় হয়ে রাগী মেজাজের কবে নাকি, নরম মনের মানুষ হবে। প্রতিটি মানুষের নামের প্রভাবে কিন্তু ভালো কাজে বা মন্দ কাজে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ে। যাইহোক এ ব্যাপারে অনেক সহীহ হাদিস রয়েছে যা আপনার একটু কষ্ট করে হার্ড কপিতে বা সফট কবি হাদিস বইয়ে অথবা ইউটিউব করে বিভিন্ন হুজুরের মুখে ও শুনতে পারেন।

    আমি এই পোস্টে বাছাই করা সুন্দর সুন্দর র/ন/ফ দিয়ে সাহাবীদের নাম শেয়ার করবো, এবং আশাকরি উপকৃত হবেন সবাই।

    (১) র দিয়ে সাহাবীদের নামের লিস্ট অর্থসহঃ

    ১। রাফি ইবনে ইয়াজিদ – নামের অর্থ = তিনি অগ্রগতি করেন,  তিনি ক্ষমতা ও সম্পদে বৃদ্ধি করেন, তিনি আরও সুখী হন, তিনি পুণ্য লাভ করেন।
    ২। রিফায়া ইবনে আবদুল মুনযির – নামের অর্থ = সতর্ককারী, অগ্রদূত, সুসংবাদের উদ্রেককারী।
    ৩। রাফে ইবনে খাদিজ – নামের অর্থ = (এই নামটির অর্থ খুঁজে পেলাম না ইন্টারনেটে, আপনি জানতে চাইলে অভিজ্ঞ হুজুরের কাছে জিঙ্গেস করুন)

    (২) ফ দিয়ে সাহাবীদের নামের তালিকা অর্থসহঃ

    ১। ফাতিমা – নামের অর্থ = সদ্য দুধ ছাড়ানো শিশু।
    ২। ফুযালা ইবনে উবাইদ – নামের অর্থ = বান্দা, (যেমন আল্লাহর বান্দা।)
    ৩। ফাদল ইবনে আব্বাস – নামের অর্থ = সিংহ, শক্তিশালী।
    ৪। ফাইরুজ আল দাইলামি – নামের অর্থ = সমৃদ্ধশীলা।

    (৩) ন দিয়ে সাহাবীদের নামের তালিকা অর্থসহঃ

    ১। নুয়াইম ইবনে মাসুদ – নামের অর্থ = সফল, খুশি, সুখী।
    ২। নাওফিল ইবনে হারিস – নামের অর্থ = আগ্রহী, আকাঙ্ক্ষী
    ৩। নুমান ইবনে বশির – নামের অর্থ = হার্বিংগার অফ গুড থিংস; যিনি সুসংবাদ দেন; সুশিক্ষিত; বুদ্ধিমান।
    ৪। নুমান ইবনে আজলান – নামের অর্থ = রাজা, সিংহ।
    ৫। নুমান ইবনে মুকাররিন – নামের অর্থ = আল্লাহর সমস্ত নেয়ামত সহ পুরুষ।
    ৬। নুয়াইম ইবনে আবদুল্লাহ – নামের অর্থ = আল্লাহর বান্দা।
    ৭। নুসাইবা বিনতে কাব – নামের অর্থ = ভাগ্যবতী।
    ৮। নুয়াইমান ইবনুল হারিস – নামের অর্থ = অতি সহজকারী।