মোরা বড় হতে চাই – আহসান হাবীব ইমরোজ।
মোরা বড় হতে চাই বই রিভিউঃ
সহজ সাবলিল ভাষায় অল্প কথায় গল্পের মতো সুন্দর করে এই বইয়ে জীবনের উদ্যেশ্য তুলে ধরেছেন। প্রতিটি লেখাই আপনার কাছে ভালো লাগবে, কারন এ বইয়ে কোনো শক্ত শব্দ নেই, যা রয়েছে আপনার বোধগম্য।ক্যারিয়ার শব্দটি শুনতেই কেমন যেনো ভালো লাগে, ক্যারিয়ার শব্দটি শুনতে যতোটা ভালো লাগে কিন্তু ক্যারিয়ার গড়তে খুবই শক্ত কাজ। চোখ বন্ধ করে শিংহাসনে বসতে খুবই মজা লাগে যা লিখে বোঝানো যাবেনা। কিন্তু আমাদের ক্যারিয়ার গড়তে হলে কঠোর পরিশ্রম করতে হবে, শুধু পরিশ্রম করলেই হবেনা সঠিক নিয়য় কানুন মেনেই পরিশ্রম ক্রমে হবে।
একটা ঘটনা বলিঃ
বাদামতলি ঘাটে শ্রমিকদের কাজ করতে দেখেছেন তো, একেকটা দলে ২০ জন করে শ্রমিক থাকে আর ১ জন লিডার থাকে, অর্থাৎ এই ২০ জন লোকের নেতা হলো একজন। লিডার ছাতার নিচে বসে হিসেব নিকাশ করে, আর শ্রমিকগুলো মাথার ঘাম পায়ে ফেলে রৌদ্রের মধ্যে মাথায় করে বোঝা টানে। দিনশেষে শ্রমিক বেতন পায় ৫০০ টাকা আর লিডার পায় ২০০০ টাকা। এ দ্বারা বুঝাতে চাচ্ছি, শ্রমিকের মতো এভাবে শ্রম করলেই ক্যারিয়ার গড়া সম্ভব নয়, ক্যারিয়ার গড়তে হলে মাথা ঘাটাতে হবে।
কিশোর কন্ঠ পত্রিকায় অতীতে ১ টা কলাম ছিলো ক্যারিয়ার গাইডলাইন নামক। ড আহসান হাবীব ইমরোজের মোরা বড় হতে চাই বইটির কথা তখন শুনি। অতীতের কিশোর কন্ঠ পত্রিকার পাঠকরা নিশ্চয়ই জেনে থাকবেন। মোরা বড় হতে চাই এই ছোট্ট বইয়ের প্রত্যেকটি ইঞ্চি জুড়ে মুক্ত ছড়ানো। এ যেনো কিশোর – কিশোরী মনকে ভরে দেওয়ার ছোট্ট কলরবের বই।
মোরা বড় হতে চাই এই বইটি পড়ে আপনি জানতে পারবেনঃ
- মোরা বড় হতে চাই
- কে সবচেয়ে বড়
- সুদৃঢ় আকাংঙ্ক্ষা
- সাধনা আর সাধনা
- পড়ালেখা আর পড়ালেখা
- পড় , পড় আর পড়
- প্রতিভা জন্মগত? নাকি সাধনালব্ধ?
- আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় সুপার কম্পিউটার কোনটি?
- সর্বকনিষ্ঠ বৈজ্ঞানিক
- ২৪ ঘন্টা পড়
- পড়ার সুন্দর পদ্ধতি
- মোরা কেনো ইংরেজী শিখবো?
- মনোযোগ – সংযোগ
- চলো আরেকটি গল্প পড়ি
- ভালো রেজাল্ট করতে হলে
- আমাদের স্বর্নউজ্জম ইতিহাস
- বিশ্ব মাঝে শীর্ষ হবো
- চোখের আলো নয়, মনের আলোতে বিশ্বজয়
- বড় হতে নেইকো বাধা
- ছোট থাকবোনা মোরা চিরদিন
- স্বপ্ন
এগুলো ছাড়াও পড়াশোনার গুরুত্ব, পড়াশোনার সঠিক সময় ও পড়াশোনার সঠিক উপায়। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন মোরা বড় হতে চাই অনুপ্রেরণামূলক বইটি পড়ে ।
বইয়ের বিবরনঃ
- বইয়ের নামঃ মোরা বড় হতে চাই
- বইয়ের লেখকঃ আহসান হাবীব ইমরোজ
- পৃষ্ঠা সংখ্যাঃ ৮২টি।
- বইয়ের ধরনঃ মোটিভেশনাল / অনুপ্রেরণামূলক
- পিডিএফ সাইজঃ ৪ মেগাবাইট প্রায়।
- ডাউনলোডঃ Read Online / Download
#লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়, বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।
আরো কিছু সেরা আত্ম-উন্নয়ন ও মেডিটেশন pdf বইঃ
১। দ্য ম্যাজিক অব থিংকিং pdf বই
৪। মাইন্ডসেট: চেন্জিং দ্য ওয়ে ইউ থিংক টু ফুলফিল ইয়োর পটেনশিয়াল পিডিএফ বই
৫। ৭ স্ট্রাটেজি ফর ওয়েলথ এন্ড হ্যাপিনেস পিডিএফ বই
৭। Leadership – নেতৃত্ব প্রদান পিডিএফ বই
Must Know:
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থেকে, আপনার সমস্যার কথা জানাতে পারেন। ফেসবুক পেজঃ Purepdfbook আমরা হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন
আমাদের ব্লগে আপনার কোনো যদি পিডিএফ থাকে, আপনার অভিযোগ থাকলে আমাদের জানানোর ২৪ ঘন্টার মধ্যে রিমুভ করে দিবো।
ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।