মোবাইল ফটোগ্রাফি বই – সাদমান সাদিক || Mobile Photography by Sandman Sadiq
মোবাইল ফটোগ্রাফি বইটিকে সাদমান ভাই ৩টি ভাগে বিভক্ত করে লিখেছেন তা হলোঃ
১। মোবাইল ফটোগ্রাফি হ্যাকস
২। মোবাইল ফটোগ্রাফি প্রো মোড।
৩। মোবাইল ফটোগ্রাফি প্র্যাক্টিকাল এবং ফিলোসফি।
মোবাইল ফটোগ্রাফি বই রিভিউঃ
মোবাইল দিয়ে ছবি তোলার কোনো ধারাবাধা নিয়ম নেই। কিন্তু মোবাইল দিয়ে ফটোগ্রাফির জন্য কিছু টিপস ট্রিকস যদি আপনার জানা থাকে তাহলে আপনি খুব সহজেই সুন্দর করে ছবি তুলতে পারবেন। ছবি তোলা হলো একটি শখ, সব মানুষই চায় তার খুশির সময়গুলো একটা ক্যামেরা বন্দি থাক ; যাতে পরবর্তী সময়ে ওইগুলো দেখে আনন্দিত সময়গুলো মিস করা যায় বা স্মরণ করা যায়।
আমরা অনেকেই মনে করি ভালো মোবাইল অর্থাৎ দামী ফোন না থাকলে ভালো ছবি তোলা যায়না কিন্তু এই ধারনাটা সম্পুর্নই ভুল ; ভালো ফোন দিয়ে যে ভালো ছবি তোলা যায় আর অল্প টাকার মোবাইল দিয়ে ভালো ছবি তোলা যায়না এমন ধারনা করাটা বোকামী । আপনার কাছে যদি ভালো ডিভাইস না ও থাকে তবুও আপনি চমৎকার একটি ছবি তুলতে পারবেন ট্রাস্ট মি ব্রাদার শুধু আপনাকে জানতে হবে ছবি তোলার নিয়ম কানুন, সুযোগ পেয়ে যে আমি আপনাকে আপনার ফোন ব্যবহার করা শেখাচ্ছি এমন নয়। আমি শুধু বোঝাতে চাচ্ছি আপনার হাতে যে কোয়ালিটিরই ফোন থাকুক না কেনো, আপনি সেই ক্যামেরাটাকে যদি ব্যবহার করতে পারেন সঠিকভাবে তাহলে আশাকরি আগের তুলনায় আরো ১০ গুন ভালো ছবি তুলতে পারবেন। একটা ছবি তোলার পরেও কিছু বেসিক এডিটিং করতে হয়, এডিটিংয়ের ফলে ছবিটা আগের চেয়ে আরো অধীকগুন সুন্দর দেখা যায় ছবিটি।
তাই ছবি তোলার পাশাপাশি আপনাকে মোবাইল দিয়ে বেসিক ফটো এডিটিং ও শিখতে হবে। সাদমান সাদিক ভাইয়ের এ ফটোগ্রাফি বইটি পড়ে আপনি A to Z শিখতে পারবেন। এ বইটি পড়ার পড়ে আপনি কিভাবে সুন্দর করে একটা ছবি তুলতে হয় তা নিয়ে আর ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখতে হবেনা অথবা এ বইটি পড়ার পরে আপনি কিভাবে ছবি এডিট করে আরো সুন্দর করবেন তা নিয়ে চিন্তা করতে হবেনা। এককথায় অসাধারণ একটি বই যা আপনি না পড়লে বুঝতে পারবেননা।
লেখক সম্পর্কেঃ
মোবাইল ফটোগ্রাফি বইটির লেখক সাদমান সাদিক ভাই। সাদমান সাদিক ভাই আর আয়মান সাদিক ভাই এ দুজনকে চিনে না এমন মানুষ খুব কমই আছে। তবুও যারা জানেনা তাদের জন্য ১ লাইন বলি, সাদমান সাদিক ভাই হলো আয়মান সাদিক ভাইয়ের ভাই। আয়মান সাদিক ভাই হলেন টেনমিনিট স্কুলের প্রতিষ্ঠাতা।
বইটির সূচিপত্র নেই, তাই সূচিপত্র দেখাতে পারলাম না।
- বইয়ের নামঃ মোবাইল ফটোগ্রাফি
- বইয়ের লেখকঃ সাদমান সাদিক
- পৃষ্ঠা সংখ্যাঃ ১০৪ টি।
- ক্যাটেগরিঃ ১০ মিনিট স্কুল
- পিডিএফ সাইজঃ ১৮ মেগাবাইট প্রায়।
- ডাউনলোডঃ মোবাইল ফটোগ্রাফি pdf
#বইটি ইন্টারনেট থেকে সংগীত। #লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়, বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন। অনলাইনে অর্ডার করে নিতে পারেন বইটি।
- রকমারিঃ মোবাইল ফটোগ্রাফি ২৩০৳
- বই বাজারঃ মোবাইল ফটোগ্রাফি ১৮৯৳
আয়মান সাদিক ও সাদমান সাদিক ভাইদের আরো কিছু pdf:
১। নেভার স্টপ লার্নিং pdf download |Never stop learning pdf download Download
২। ভাল্লাগে না pdf download | Vallage na Pdf download Download
৩। লোকে কি বলবে? pdf download Download
৪। কমিউনিকেশন হ্যাকস Pdf download | Communication Hacks Pdf download Download
৫। স্টুডেন্ট হ্যাকস pdf download | Student hacks Pdf Download
৬। মোবাইল ফটোগ্রাফি – সাদমান সাদিক মোবাইল ফটোগ্রাফি
৭। স্মাট ক্যারিয়ার সোহান হায়দার স্মার্ট ক্যারিয়ার
Must Know: আয়মান সাদিক ভাইয়ের টেন মিনিট স্কুল। ফেসবুক গ্রুপঃ ১০ মিনিট স্কুল ফেসবুক গ্রুপ পড়ালেখার বিষয় নিয়ে। এখানে পোস্ট করে হেল্প পাবেন, খুবই হেল্পফুল একটি ফেসবুক গ্রুপ এটি ।
এছাড়াও আয়মান ও সাদমান সাদিক ভাইদের ১০ মিনিট স্কুল ওয়েবসাইট
উপরোক্ত ১০ মিনিট স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করে নিজের স্কিল টেস্ট করে নিজেকে আরো ডেভলোপমেন্ট করতে পারেন, এবং এই ওয়েবসাইটে রয়েছে শিক্ষার্থীদের জন্য অনেক অনেক কোর্স এবং পিডিএফ বই যার মুল্যে সবার হাতের নাগালেই রয়েছে; যা যেকেউ এনরোল করতে পারবে।
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থেকে, আপনার সমস্যার কথা জানাতে পারেন, ফেসবুক পেজঃ Purepdfbook আমরা হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন
ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।
Vai tnx