মিশন ইউটিউব বইটির নামটি একটু অন্যরকম লাগাটাই স্বাভাবিক। এব বইয়ে লেখক খুবই সুন্দর করে ইউটিউবের প্রশ্ন গুলোর উত্তর দিয়েছেন।
একজন নতুন ইউটিউবারের জন্য বইটি খুবই প্রয়োজন।
ইউটিউব কি?
ইউটিউবে কিভাবে একটি চ্যানেল ক্রিয়েট করতে হয়?
কিভাবে ভিডিওতে থাম্বনাইল যুক্ত করতে হয়?
কিভাবে চ্যানেলকে ভেরিফায়েড করতে হয়?
কিভাবে ট্যাগ বসাতে হয়?
কিভাবে ভিডিও তৈরী করতে হয়?
কিভাবে চ্যানেলের জন্য কভার ফটো তৈরী করবেন মোবাইল দিয়েই তা সবকিছু এ বইয়ে লেখক এ হু জেড আলোচনা করেছেন।
আমার কাছে লেখকের প্রতিটি লেখাই ভালো লেগেছে, আমি নিজে বইটি সম্পুর্ন পড়েছি একটুও এড়িয়ে যাইনি। কারন বইটি পড়তে খুবই ভালো লেগেছিলো, ধরুন বইটি পড়ার সময়ে আপনার মনে হবে আপনি মিষ্টি কোনো ট্যাবলেট চুষে খাচ্ছেন আর বাকি ট্যাবলেটগুলোও একসাথে খেয়ে ফেলতে মন চাইবে।
লেখক এ বইটি অর্থাৎ মিশন ইউটিউব বইটি গল্প আকারে লিখেছেন তাই স্টেপ বাই স্টেপ পড়তে ভালোই লাগে।
বইটির কিছু স্কিনসটঃ
বইয়ের বিবরনঃ
- বইয়ের নামঃ মিশন ইউটিউব।
- বইয়ের লেখকঃ হৃদয় হোসেন রাব্বি ।
- পৃষ্ঠা সংখ্যাঃ ৫৮ টি।
- বইয়ের ধরনঃ ইউটিউবিং বই।
- পিডিএফ সাইজঃ ৪১ মেগাবাইট প্রায়।
- ডাউনলোডঃ Read Online / Download
#বইটি ইন্টারনেট থেকে সংগীত।
#লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়, বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।
আমাদের ব্লগে আপনার কোনো যদি কন্টেন্ট থাকে তাহলে আমাদের জানানোর ২৪ ঘন্টার মধ্যে রিমুভ করে দিবো।
ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।