November 29, 2023

ব দিয়ে সাহাবীদের নাম অর্থসহ | ই দিয়ে সাহাবীদের নাম অর্থসহ – by আইয়ুব

ব এবং ই দিয়ে পুরুষ/ছেলে / মহিলা সাহাবীদের সেরা নামগুলো অর্থসহ – ব দিয়ে কোরআনে বর্ণিত সাহাবীদের নামগুলো। কোরআনে বর্ণিত সাহাবীদের শ্রেষ্ঠ নামগুলো।

প্রিয় ভাই ও বোনেরা যারা ইন্টারনেটে বা online এ “ব ও ই দিয়ে সাহাবীদের নাম অর্থসহ ” এভাবে খুঁজেছেন তাদের জন্য এই পোস্ট টি লিখতেছি। আশাকরি আপনাদের সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভলো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে আমি আপনাদের মানে আমার প্রিয় মুসলিম ভাইবোনের কথা ভেবেই এই পোস্টটি তৈরী করেছি। ইসলামের দৃ‌ষ্টিতে বাচ্চা ভূমিষ্ঠ মানে জন্ম হওয়ার পর পরই শিশুটির সুন্দর একটি নাম রাখা সকল পিতামাতার দায়িত্ব ও কর্তাব্য।

শিশুর নামের অর্থের উপরেই ডিপেন্ড করে শিশুটি বড় হয়ে রাগী মেজাজের কবে নাকি, নরম মনের মানুষ হবে। প্রতিটি মানুষের নামের প্রভাবে কিন্তু ভালো কাজে বা মন্দ কাজে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ে। যাইহোক এ ব্যাপারে অনেক সহীহ হাদিস রয়েছে যা আপনার একটু কষ্ট করে হার্ড কপিতে বা সফট কবি হাদিস বইয়ে অথবা ইউটিউব করে বিভিন্ন হুজুরের মুখে ও শুনতে পারেন।

আমি এই পোস্টে বাছাই করা সুন্দর সুন্দর ব ভ ই দিয়ে সাহাবীদের নাম শেয়ার করবো, এবং আশাকরি উপকৃত হবেন সবাই।

b-i-diye-sahabider-name-orthosoho

ব দিয়ে সাহাবীদের নামের তালিকাঃ

(১) বিলাল ইবনে রাবাহ = (বিল্লাল নামের আরবি অর্থ পানি)
(২) বুরাইদাহ ইবনুল হুসাইব = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৩) বশির ইবনে শা’আদ =(বশির নামের অর্থ হলোঃ বুদ্ধিমান,উজ্জ্বল।)
(৪) বুদাইল ইবনে ওয়ারকা = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৫) বুজাইর ইবনে যুহাইর = (যুহাইর নামের অর্থ হচলোঃ ঝিলিমিলি, উজ্জ্বল, জ্বলজ্বলে।)
(৬) বাহহাস ইবনে সালাবা = (বাহাস নামের অর্থ হচ্ছে- পণ্ডিত, গবেষক)

ই দিয়ে সাহাবীদের নামের তালিকাঃ

(১) ইয়াসির ইবনে আমির = (ইয়াসির নামের অর্থ হলো সহজসাধ্য।)
(২) ইয়াযিদ ইবনে আস সাকান = (ইয়াযিদ নামের অর্থ হলোঃ বৃদ্ধি, প্রাচুর্য (উৎপত্তি আরবি))
(৩) ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান = (সুফিয়ান নামের আক্ষরিক অর্থ হলো দ্রুত চলমান। এছাড়াও বিভিন্ন উৎস থেকে পাওয়া সুফিয়ান নামের আরো অর্থ হলো চটপটে।)
(৪) ইয়াযিদ ইবনে সালাবা = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৫) ইয়াজিদ ইবনে কায়স = (কায়স নামের অর্থ হচ্ছে, পরিমাণ।)
(৬) ইয়াস ইবনে আবুল বুকায়র = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৭) ইব্রাহিম ইবনে মুহাম্মাদ = (ইব্রাহিম নামের অর্থ অন্তরঙ্গ বন্ধু।)
(৮) ইকরিমা ইবনে আবি জাহল = (ইকরিমা নামের অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে)