বাংলালিংক এ sms কেনার পদ্ধতি – বাংলালিংকে sms কেনার উপায় – বাংলালিংক sms কেনার নিয়ম – বাংলালিংক এসএমএস বান্ডেেলগুলো – বাংলালিংক এস এম এস অফার ২০২৩, বাংলালিংক এসএমএস কেনার কোড ২০২০-২৩- বাংলালিংক এসএমএস কিনতে হয় কি দিয়ে (জানুন A to Z বিস্তারিত) | বাংলালিংক এসএমএস কেনার নিয়ম
আপনি যদি বাংলালিংক ইউজার হয়ে থাকেন তাহলে প্রায়ই হয়তো এসএমএস কেনার প্রয়োজন হয়ে থাকে, বিশেষ করে আমার তরুন ভাই ও তরুনী বোনদের এসএমএস কেনার প্রয়োজন খুব বেশীই হয়ে থাকে। এগুলো জানার কারন হলো আমিও তোমাদের মতো এমন একটা পেরিয়ে এসেছি প্রিয় ভাই বা বোন।
সুতরাং আমি তোমাদের উদ্দেশ্য করেই এই পোস্টটি লিখতে বসেছি, উহু একটি অনুরোধ 🙏 জানিয়ে দেই পোস্টটি দ্বারা তুমি উপকৃত হলে একটি শেয়ার দিয়ে দিয়ো।
পোস্টটি পড়ে যা যা জানতে পারবেনঃ 👇
১। বাংলালিংক এসএমএস প্যাকেজ কয় প্রকার ও কি কি?
২। বাংলালিংক (Banglalink) দৈনিক এসএমএস প্যাকেজগুলো ক্রয় করার নিয়ম ও কোড
৩। বাংলালিংক (Banglalink) সাপ্তাহিক / Weekly SMS package এসএমএস প্যাকেজগুলো ক্রয় করার নিয়ম ও কোড
৪। বাংলালিংক (Banglalink) মাসিক/ Monthly Sms Package এসএমএস প্যাকেজগুলো ক্রয় করার নিয়ম ও কোড
৫। বাংলালিংক (Banglalink) রিচার্জ/ Recharge Sms Package গুলো কত টাকা রিচার্জ করলে কতো এসএমএস পাওয়া যায় এবং মেয়াদ কতোদিন
৬। Banglalink অপারেটরের সার্ভিস সম্পর্কে আমার সংক্ষেপে কিছু কথা
৭। বাংলালিংকের কাস্টমার কেয়ার নাম্বাার / হেল্পলাইন নাম্বার, অফিসিয়াল ওয়েবসাইট লিংক ইত্যাদি ইত্যাদি।
বাংলালিংক এসএমএস প্যাকেজ গুলো সাধারণত ৪ প্রকারের দেখা যায়।
১। বাংলালিংক (Banglalink) দৈনিক এসএমএস প্যাকেজঃ
যদি আপনার সল্প সময়ের জন্য এসএসএস এর প্রয়োজন পড়ে তাহলে আপনি দৈনিক প্যাকেজ থেকে একটি প্যাকেজ পছন্দ করতে পারেন।
এই ছোট প্যাকেজ গুলো সাধারণত ঈদুল আযাহা ও ঈদুল ফিতরের দিনে বেশী প্রয়োজন পড়ে, এছাড়াও অন্যান্য সময়ে ও এই প্যাকেজ গুলো কাস্টমাররা ক্রয় করে থাকে। মজার বিষয় হলো, এই দৈনিক প্যাকেজই কিন্তু বেশী ক্রয় করে থাকে ইউজাররা এর মূল্য অল্প একারনে।
Banglalink Daily SMS Packages / বাংলালিংক দৈনিক প্যাকেজগুলোঃ
বাংলালিংক ৩.৯৯ টাকায় ১০০ এসএমএস প্যাকেজঃ
কিভাবে কিনবেন, কতোদিন মেয়াদ এবং প্যাকেজের ধরন তা নিচে দেওয়া হলোঃ
মেয়াদঃ ১ দিন।
প্যাকেজটি অ্যাক্টিভ করার কোডঃ *222*8#
প্যাকেজ টাইপঃ সকল অপারেটর।
বাংলালিংক ৩ টাকায় ৩০ এসএমএস প্যাকেজঃ
কিভাবে কিনবেন, কতোদিন মেয়াদ এবং প্যাকেজের ধরন তা নিচে দেওয়া হলোঃ
প্যাকেজটির মেয়াদঃ ৩ দিন
অ্যাক্টিভ করার কোডঃ *1100*9*4#
প্যাকেজটির ধরনঃ সকল অপারেটর।
২। বাংলালিংক (Banglalink) সাপ্তাহিক / Weekly SMS package এসএমএস প্যাকেজঃ
আগেই বলেছিলাম যে এসএমএস বেশীই প্রয়োজন হয় ছাত্রছাত্রী বা তরন তরুণী ভাই ও বোনেদের, কেন তাদের বেশী প্রয়োজন হয়?
এটা খুলে বলবোনা তবে একটু বলিঃ যখনই বুঝতে শুরু করে মায়া, মমতা, ভালোবাসা তখনই মনের মধ্যে উথাল পাতাল শুরু হয় এরফলে ক্লাসমেট বান্ধবির বাড়ির ফোনে টুকটাক একটু এসএমএস দিতে থাকে, এরপরে জল অনেকদূর গড়িয়ে যায়।
যাইহোক বাদ দেই, এছাড়াও যারা বিভিন্ন দিবসে এসএমএস করে থাকেন বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদেরকে তাদের জন্য সাপ্তাহিক Weekly Package টি একবারে মন্দ হয় বেস্ট চয়েজ বলা যায়।
Banglalink Weekly SMS Packages / বাংলালিংক সাপ্তাহিক এসএমএস প্যাকেজগুলোঃ
বাংলালিংক ৭ টাকায় ৭০টি এসএমএস এর প্যাকেজঃ
কিভাবে কিনবেন, কতোদিন মেয়াদ এবং প্যাকেজের ধরন তা নিচে দেওয়া হলোঃ
প্যাকেজটির মেয়াদঃ ৭ দিন
অ্যাক্টিভ করার কোডঃ *1100*9*3#
প্যাকেজটির টাইপঃ সকল অপারেটর।
৩। বাংলালিংক (Banglalink) মাসিক/ Monthly Sms Package এসএমএস প্যাকেজঃ
যাদের সারামাসই টুকিটাকি এসএমএস দিয়ে খবর বার্তা নেওয়ার প্রয়োজন হয় তাদের জন্য এই প্যাকেজগুলো খুবই কার্যকরী বলা যায়। ফোন আলাপ সব সময় বা সব পরিস্থিতিতে করা যায়না সুতরাং তাই এসএমএসের বিকল্প নেই।
Banglalink Monthly SMS Packages / বাংলালিংক মাসিক এসএমএস প্যাকেজগুলোঃ
বাংলালিংক ৩০ টাকায় ৫০০ এসএমএস প্যাকেজঃ
কিভাবে কিনবেন, কতোদিন মেয়াদ এবং প্যাকেজের ধরন তা নিচে দেওয়া হলোঃ
প্যাকেজটির মেয়াদঃ ৩০ দিন।
অ্যাক্টিভ করার কোডঃ *1100*9*1#
প্যাকেজ টাইপঃ সকল অপারেটর।
৪। বাংলালিংক (Banglalink) রিচার্জ/ Recharge Sms Package:
৩০ টাকা রিচার্জে ৫০০ এসএমএস মেয়াদ ৩০ দিন। প্যাকেজ টাইপঃ সকল অপারেটর।
বাংলালিংক সিম অপারেটর সম্পর্কে আমি সংক্ষেপে জানাতে চাইঃ
বাংলালিংক অপারেটর এর মালিক নেদারল্যান্ডসের ভিওন নামক এক ব্যাক্তি। এই লোকটির উদ্দেশ্যে ছিলো সবার যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে দেওয়া অল্প খরচে, তাই এই কোম্পানীটি ১৯৯৯ সালে Launch করে; ২০০৫ সালের December প্রযন্ত বাংলালিংক এর ইউজার ছিলো ১.০৩ মিলিয়ন।
একবছর পরেই মানে ২০০৭ সালে বাংলালিংক কোম্পানীর গ্রাহক সংখ্যা হয়ে যায় ৬.০৪ মিলিয়ন, এরপরে ২০১৬ সালের প্রথমের দিকে এর ইউজার সংখ্যা ৩ কোটি প্লাস ছাড়িয়ে যায়।
মোবাইলে যোগাযোগকে বাংলাদেশের মানুষের কাছে সাশ্রয়ী করে তোলার ক্ষেত্রে বড় অবদান রেখেছে এই কোম্পানিটি। মোবাইলে যোগাযোগকে সবার নাগালে আনার জন্য তাদের এ প্রচেষ্টাকে আমি মন থেকেই শ্রদ্ধা জানাই।
বাংলালিংক অপারেটরের মালিক “ভিওন” সম্পর্কে উইকিপিডিয়া জানুনঃ এই লিংক থেকে
বাংলালিংক বাংলাদেশের একটি জনপ্রিয় অপারেটর যার চাহিদা দিন দিন বেড়েই চলেছে, বাংলালিংক বর্তমানে দেশের ৩য় অবস্থানে রয়েছে (উইকিপিডিয়া এর তথ্যমতে) যাহোক এই অপারেটর টি বাংলাদেশের মানুষের যোগাযোগকে সাশ্রয়ী করার উদ্দেশ্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বহু দিন ধরেই।
আমি মনে করি তাদের কলরেট এবং মেগাবাইট প্যাকে এবং এসএমএস প্যাকেজ মূল্যে যা নির্ধারন করেছে তাতে গ্রাহকরা স্যাটিসফায়েড, তাইতো এর গ্রাহক এতো বৃদ্ধি পাচ্ছে।
বাংলালিংক (Banglalink) হেল্পলাইন সম্পর্কেঃ
কাস্টমার কেয়ার / হেল্পলাইন নাম্বারঃ 121
হেল্পলাইন অফিসিয়াল ইমেইলঃ info@banglalink.net
বাংলালিংক হেল্পলাইন নাম্বার ২৪/৭ ঘন্টাই খোলা থাকে।
Banglalink এর অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ https://www.banglalink.net/bn
পোস্ট টি পড়ে উপকৃত হলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেওয়ার অনুরোধ 🙏রইলো।