বড় যদি হতে চান লেখক ডেল কার্ণেগী।
বড় যদি হতে চান বইটিতে ৫৪ টি টপিক নিয়ে লিখেছেন ডেল কার্নেগী।
টপিকগুলোর মধ্যে কয়েকটা হলোঃ
১। মিষ্টি ব্যবহার বড় পুঁজিঃ
কারো সাথে হঠাৎ করেই রেগে যাওয়া কিন্তু ভালো নয়, হঠাৎ করে রেগে যাওয়া মানে প্রমাণিত হয় আপনি অসুস্থ। যে লোকটির সাথে রেগে গেলেন এবং ধমক বা ঝাড়ি দিলেন তার মনের অবস্হাটা কি অনুভব করেছেন কখনো? যাকে ধমক দিলেন সে আপনাকে একজন খারাপ লোক ভাববে, তার মনে আপনার সম্পর্কে নেগেটিভ মন্তাব্যেই আসবে এবং অপরের সাথেও বলবে।
ধরুন আপনার নামে কেউ খারাপ মন্তাব্য করতেছে সবার সাথে বা সবার সাথে আপনার নামে যুক্তি দিয়ে সমালোচনা করছে। আপনি বিষয়টি জানতে পারলেন, কিন্তু যে লোকটি আপনার সমালোচনা ও বদনাম করতেছে তাকে আপনি কিছু বলতে পারবেননা কারন লোকটি ক্ষমতাবান। এখন আপনি তাকে কিভাবে আটকাবেন? কোনো ওয়ে নাই তাইতো? জ্বী আছে, আপনি আপনার মিষ্টি ব্যবহার করে তাকে বশে আনুন।
আপনি সবকিছু জেনেও লোকটির সাথে এমন মিষ্টি ব্যবহার করুন যাতে লোকটি মুগ্ধ হয়ে যায়। এবং সে তার ভূল বুঝতে পারবে এবং আপনার নামে আর সমালোচনা করবেনা। মিষ্টি ব্যবহারের মাধ্যমেই অসম্ভবকে সম্ভবে পরিনত করা যায়, আসলে মিষ্টি ব্যবহার হলো একমাত্র বড় পুজি। আপনি এ পুঁজি দিয়ে অন্যজনের চোখে প্রিয় ব্যাক্তি হতে পারবেন । মিষ্টি ব্যবহার দিয়ে শত্রুকে বন্ধুতে পরিনত করতে পারবেন। কারো ভালবাসা পাওয়ার প্রধান হাতিয়ার মিষ্টি ব্যবহার।সবার সাথে মিষ্টি ব্যবহার করুন, হৃদয় বাগানে সুরুভি দিয়ে মুগ্ধ করুন।
২। মানুষকে তার নিজের ব্যাপারে উৎসাহী করে তুলুনঃ
প্রত্যেক মানুষই কিন্তু নিজের ব্যাপারে অন্যর ব্যাপারে প্রশংসা শুনতে ভালো লাগে। এবং যে ব্যাক্তি প্রশংসা করে তার কিন্তু বিশাল একটা বেনিফিট রয়েছে, একটা উদাহরেন মাধমে বেনিফিটটা ক্লিয়ার করা যাক।
রহিম সাহেবের পুকুর টা খনন করা প্রয়োজন, এখন সে চাচ্ছে কিছু ভালো মাটি কাটার লোক দিয়ে পুকুরটি খনন করবে, কিন্তু তিনি চিন্তিত যে লোকেরা কি ঠিকমতো কাজ করবে, কাজে ফাঁকি দিয়ে টাকা বেশী নিবেনাতো এই চিন্তায় ঘুমাতে পারতেছেনা। রহিম সাহেব যদি সারা রাত না ঘুমিয়ে চিন্তা করে তাহলে কি শ্রমিকেরা তার কাজ ভালোভাবে করবে? কখনোই নয়।
রহিম সাহেবের উচিত ৫ জন ভালো শ্রমিক বাছাই করা এবং তাদেরকে তাদের কাজ সম্পর্কে প্রসংশা করতে হবে, তাদের কাজ সম্পর্কে উৎসাহিত করে তুলতে হবে, মিষ্টি হাসিমুখে কথা বলে। তাহলেই রহিম সাহেবের কাজটি শ্রমিকদের নিজের কাজ ভেবে ভালো করে করবে।
বড় যদি হতে চান বইটির সূচিপত্রঃ
বইয়ের বিবরনঃ
- বইয়ের নামঃ বড় যদি হতে চান (Boro Jodi Hothe Chan)
- বইয়ের লেখকঃ ডেল কার্নেগী
- প্রকাশনীঃ মেমোরী পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যাঃ ১২২ টি।
- বইয়ের ধরনঃ মোটিভেশনাল
- ফাইল ফরম্যাটঃ পিডিএফ (PDF)
- পিডিএফ সাইজঃ ৪৮ মেগাবাইট প্রায়।
- ডাউনলোডঃ Read Online / Download
#বইটি ইন্টারনেট থেকে সংগীত।
#লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়, বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।
রকমারি থেকে বইটি অর্ডার করে নিয়ে নিন বড় যদি হতে চান ডেল কার্নেগী
আরো কিছু সেরা আত্ম-উন্নয়ন ও মেডিটেশন pdf বইঃ
১। দ্য ম্যাজিক অব থিংকিং pdf বই
৪। মাইন্ডসেট: চেন্জিং দ্য ওয়ে ইউ থিংক টু ফুলফিল ইয়োর পটেনশিয়াল পিডিএফ বই
৫। ৭ স্ট্রাটেজি ফর ওয়েলথ এন্ড হ্যাপিনেস পিডিএফ বই
৭। Leadership – নেতৃত্ব প্রদান পিডিএফ বই
Must Know:
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থেকে, আপনার সমস্যার কথা জানাতে পারেন। ফেসবুক পেজঃ Purepdfbook আমরা হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন
আমাদের ব্লগে আপনার কোনো যদি পিডিএফ থাকে, আপনার অভিযোগ থাকলে আমাদের জানানোর ২৪ ঘন্টার মধ্যে রিমুভ করে দিবো।
ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।
thank you ! bro
amar o ekta pdf downloading site ache. bangla pdf boi gula upload dei : ) – BANGLA PDF COLLECTION: OKBUBU.COM