September 26, 2023

ত দিয়ে সাহাবীদের নাম অর্থসহ | শ দিয়ে সাহাবীদের নাম – by আইয়ুব

ত এবং শ দিয়ে পুরুষ/ছেলে / মহিলা সাহাবীদের সেরা নামগুলো অর্থসহ – ত এবং শ দিয়ে কোরআনে বর্ণিত সাহাবীদের নামগুলো। কোরআনে বর্ণিত ত দিয়ে সাহাবীদের শ্রেষ্ঠ নামগুলো।

প্রিয় ভাই ও বোনেরা যারা ইন্টারনেটে বা online এ “ত এবং শ দিয়ে সাহাবীদের নাম অর্থসহ ” এভাবে খুঁজেছেন তাদের জন্য এই পোস্ট টি লিখতেছি। আশাকরি আপনাদের সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভলো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে আমি আপনাদের মানে আমার প্রিয় মুসলিম ভাইবোনের কথা ভেবেই এই পোস্টটি তৈরী করেছি। ইসলামের দৃ‌ষ্টিতে বাচ্চা ভূমিষ্ঠ মানে জন্ম হওয়ার পর পরই শিশুটির সুন্দর একটি নাম রাখা সকল পিতামাতার দায়িত্ব ও কর্তাব্য।

শিশুর নামের অর্থের উপরেই ডিপেন্ড করে শিশুটি বড় হয়ে রাগী মেজাজের কবে নাকি, নরম মনের মানুষ হবে। প্রতিটি মানুষের নামের প্রভাবে কিন্তু ভালো কাজে বা মন্দ কাজে অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়ে। যাইহোক এ ব্যাপারে অনেক সহীহ হাদিস রয়েছে যা আপনার একটু কষ্ট করে হার্ড কপিতে বা সফট কবি হাদিস বইয়ে অথবা ইউটিউব করে বিভিন্ন হুজুরের মুখে ও শুনতে পারেন।

আমি এই পোস্টে বাছাই করা সুন্দর সুন্দর ত এবং শ দিয়ে সাহাবীদের নাম শেয়ার করবো, এবং আশাকরি উপকৃত হবেন সবাই।

ত দিয়ে সাহাবীদের নামের তালিকাঃ

(১) তালহা ইবনে বারা = (বারাকাহ অর্থ হচ্ছে আধিক্য, প্রাচুর্য ও অতিরিক্ত হওয়া ইত্যাদি।)
(২) তালহা ইবনে উবাইদিল্লাহ = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৩) তুফাইল ইবনে আমর আদ-দাওসি = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৪) তামিম আল-আনসারি = (তামিম নামের অর্থ হচ্ছে শক্তিশালী, দৃঢ়, সম্পূর্ণ, সমাপ্ত।)
(৫) তুলাইব ইবনে উমাইর = (তুলাইব নামের অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে।)

শ দিয়ে সাহাবীদের নামের তালিকাঃ

(১) শাম্মাস ইবনে উসমান = (উসমান অর্থ হচ্ছে – জ্ঞানী, সবচেয়ে শক্তিশালী, স্বজ্ঞাত।)
(২) শিফা বিনতে আবদুল্লাহ = (আব্দুল্লাহ নামের আরবি অর্থ হলো – আল্লাহর বান্দা বা আল্লাহর দাস।)
(৩) শাদাদ ইবনে আউস = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৪) শুকরান সালেহ = (সালেহ নামের অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে।)
(৫) শুরাহবিল ইবনে হাসানা = আমরা আন্তরিকাবে দুঃখিত কারন এ নামটির অর্থ খুজেঁ পেলাম না।
(৬) শুজা ইবনে ওয়াহাব = (ওয়াহাব নামের অর্থ মহাদানশীল।)

t-s-diye-sahabider-name-orthosoho

উপরোক্ত নামগুলো সবই সাহাবীদের নাম, হয়তো কিছু কিছু নামের অর্থ খুজেঁ পাইনি কিন্তু তারপরেও আমার মনে হয় সব নামগুলোর অর্থই পজিটিভ। যাহোক তারপরেও কোনো নাম আপনার শিশুর জন্য নির্বাচন করার পূর্বে নিকটস্থ হুজুরের কাছে নামটি নিয়ে আলোচনা করে দেখে নিবেন।