জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো / জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো যদি জানতে চান তাহলে পোস্ট টি পড়ুন, আশাকরি পোস্ট টি আপনাদের ভালো লাগবে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রিয় নেতা হযরত মুহাম্মাদ সাঃ ওহির মাধ্যমে মহিলা সাহাবীদের জান্নাতবাসী হওয়ার সুসংবাদ প্রধান করেছেন। পুরুষ সাহাবীদের জান্নাত বাসীদের ব্যাপারে সবাই জানলেও, মহিলা সাহাবীদের ব্যাপারে সবাই তেমন জানেনা। তো চলুন দেখে নিন সেই ভাগ্যবান ১২ জন জান্নাতী মহিলার নাম।
প্রিয় ভাই ও বোনেরা আমি নিচে ১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম দিয়ে দিলাম, ইচ্ছে ছিলো তাদের প্রত্যেকের জীবনী সংক্ষেপে তুলে ধরবো; সময়ের অভাবে তা হলোনা তাছাড়া কতোজন রিডার পোস্ট টি পড়বে তা ও জানিনা, পোস্ট টি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিতে ভুলবেননা। ভালো রেসপন্স পেলে জান্নাতি মহিলা সাহাবীদের জীবন কাহিনী লিখে দিবো এই পোস্টেই ইনশাআল্লাহ।
জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো / জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলোঃ
১। আসিয়া আ. (ফেরআউনের স্ত্রী)
২। আয়েশা রা. (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী এবং আবু বকর সিদ্দীক রা. এর কন্যা)
৩। মরিয়ম বিনতে ইমরান আ. (আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম এর মা)
৪। হাফসা রা. (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী এবং উমর রা. এর কন্যা)
৫। খাদিজা বিনতে খুওয়াইলিদ রা. (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লম এর স্ত্রী)
৬। ফাতিমা রা. (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কন্যা ও আলী রা. এর স্ত্রী)
৭। উম্মে সুলাইম রা. (আবু তালহা রা. এর স্ত্রী)
৮। সুয়াইরা আল আসাদিয়া রা.
৯। গুমায়সা বিনতে মিলহান রা.
১০। উম্মে হারাম বিনতে মিলহান (আনাস রা. এর খালা)
১১। সুমাইয়া রা. (ইসলামের ইতিহাসে প্রথম শহিদ)
১২। রবী বিনতে মুআওয়ায (মদীনার আনসারী মহিলা সাহাবী- যিনি হুদায়বিয়ার সন্ধির সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট যুদ্ধের বাইআত নিয়েছিলেন। বাইআত গ্রহণকারী সর্বমোট দু জন মহিলার মধ্যে তিনি একজন)
(যদিও তাদের সংখ্যা আরও বেশি, এই ১২ জনের ব্যাপারে বিভিন্ন জায়গায় রয়েছে।)