September 24, 2023

কিভাবে সাবস্ক্রাইব বাটন যুক্ত করবেন ব্লগার/ওয়ার্ডপ্রেস সাইটে | How to add Subscribe Button on Blogger

আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে সেটির সাবস্ক্রাইব দ্রুতগতিতে বাড়াতে subscriber বাটন যুক্ত করতে পারেন। বাটনটি তৈরী করা হবে কোডিংয়ের মাধ্যেমে, এই কোড আমরা ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো সিএমএস হলেও সমস্যা নাই; কোডটি থিমে  / টেম্পলেট বা পোস্টের মধ্যে যুক্ত করলে আপনার চ্যানেল লগো এবং সাবস্ক্রাইব সংখ্যা ও সাবস্ক্রাইব বাটন দেখতে পাবে ভিজিটররা।

কিভাবে সাবস্ক্রাইব বাটন যুক্ত করবেন ব্লগার/ওয়ার্ডপ্রেস সাইটে?

প্রথমেই আপনার চ্যানেলটি যে জিমেইল দিয়ে খোলা ওই জিমেইলটি লগইন করুন Google Chrome ব্রাউজারে।
এরপর আপনি গুগলে গিয়ে সার্চ করুন “youtube developer” এরপরে প্রথম লিংকটিতে যান।

ডেভলোপার ইউটিউবে যাওয়ার পরে নিচের দিকে একটু গেলে দেখতে পাবেন Subscribe Buttons এবং নিচে দেখুন ছোট করে দেখুন add button লেখা আছে,  এড বাটনে ক্লিক করুন।

Option এর নিচে দেখুন চ্যানেল নাম বা id (আইডি লেখাটুকু নিল কালারের মানে লিঙ্ক ওখানে ক্লিক করুন)

এখন দেখুন ২টি আইডি রয়েছে আপনি দ্বিতীয় যেটি রয়েছে চ্যানেল আইডি ওইটা কপি করুন

এখন আপনি চ্যানেল নাম অথবা আইডির লেখা সামনের বক্সে কপি করা channel id টা পেস্ট করে দিন।
এবং লেউআউট full করে দিন, এখন নিচে যে কোডগু‌লো দেখতে পাচ্ছেন ওগুলো সব কপি করুন।

আপনি এখন এই কোড যেখানে বসাবেন সেখানে ভিউ হবে, আমি একটি ব্লগার পেজে এড করছি তার জন্য কোডগু‌লো পেস্ট করে দিলাম।

এখন প্রিভিউতে ক্লিক করলাম, দেখুন আমাদের সাবস্ক্রাইব বাটন চলে এসেছে লগো সহ এবং সাবস্ক্রাইবার সংখ্যা ও দেখাচ্ছে।