November 29, 2023

কিছু শৈশব PDF Download | Kichu Shoishob – হুমায়ূন আহমেদ

kichu-shoishob-pdf

কিছু শৈশব pdf বই Free Download – হুমায়ূন আহমেদের চমৎকার একটি উপন্যাস PDF বই – শৈশবের স্মৃতি নিয়ে লেখা pdf বই

কিছু শৈশব বই রিভিউঃ

মানুষ যখন মৃত্যুর দিকে এগোতে থাকে তখন সে ব্যাকুল হয়ে পেছনে তাকায়। লেখকের ঠিক তেমন টা-ই হয়েছে। সারাক্ষণই শৈশবের কথা মনে পড়ে। পঞ্চাশ পার হয়ে সেই সব সৃতি গুলো এখন ঝাপসা হয়ে গেছে। যায়গা গুলো, বন্ধু গুলো, পরিচিত সব কিছুই কেমন জানি অস্পষ্ট। লেখকের স্বাধীনতা যেটুকু ব্যবহার না করলেই নয় শুধু ততটুকুই ব্যবহার করে লেখক বইটিতে তার শৈশবের সৃতি এঁকেছেন।

প্রিয় লেখক সম্পর্কে জানার আগ্রহের সীমা থাকে না। কেমন ছিলেন তিনি? কেমন ছিলো তাঁর শৈশব? কেমন তাঁর বেড়ে উঠা? তাঁর কাছের মানুষ গুলো? লেখক হয়ে উঠার রহস্য? এমন হাজারো প্রশ্ন পাঠক মনে সবসময় খেলা করে। প্রিয় লেখকের লেখা আত্মজীবনী মূলক কোন বই থাকলে লুফে নিতে পাঠক সদা প্রস্তুত। সহজ সাহিত্য রহ আর লেখক নিয়ে পাঠকের জানার আগ্রহের খোরাক মেটাবে হুমায়ূন আহমেদের কিছু শৈশব বইটি।

ষোল টি অঙ্কে বিভক্ত উপন্যাসে আছে লেখকের সৃতি বিজড়িত সেই সব যায়গা, খেলার সঙ্গী, বাবা-মা, মামা সহ প্রিয় সব মানুষের বর্ণনা। পঞ্চাশ বছর আগের শৈশব, সেই সময়ের সিলেট শহর, সেই পুরান বাড়ি, কুয়া তলা, লেখক মনের সবথেকে বড় ঘড়ি, মাজারের বড় ঢেগ, খিচুড়ি, হালুয়া। মোদ্দা কথা একজন লেখক হয়ে বেড়া উঠার সমস্ত উপকরণ এর বর্ণনা আছে বইটিতে।

বইটিকে ঠিক উপন্যাস বললেও যেমন ভুল হবে তেমন গল্প বললেও সঠিক ব্যাখা দাড়াবে না। কিছু গল্প (লেখক স্বাধীনতা) আর কিছু আত্মকথা মিলিয়ে চমৎকার এই বইটি পড়তে যদি কারো মিস হয়ে যায় তবে হয়তো প্রিয় এই লেখক সম্পর্কে অনেক কিছুই অজানা থেকে যাবে। লেখক সুলভ মনের পাঠকদের হইতো মনকে আরো বেশি বিমোহিত করবে হুমায়ূন আহমেদের কিছু শৈশব।

মধ্যবিত্ত সরকারি চাকুরির একটা পরিবার। মা, বাবা, ভাই, বোন সাথে বাড়তি মামা। মায়ের সংসারী স্বভাব আর বাবার সংস্কৃতি সুলভ মন। ভাই বোনদের মধ্য নিবিড় সম্পর্ক। আর মামার আনমনা মন। এমন এক পরিবারে বেড়ে উঠা দুরন্ত এক কিশোরের গল্প নিয়ে লেখা বইটি পাঠকের তৃপ্তির সাথে একটু বাড়তি ভালোলাগা অবশ্যই জুটাবে।

বইয়ের বিবরণ

বইয়ের নামঃ কিছু শৈশব
লেখকঃ হুমায়ূন আহমেদ
পৃষ্ঠা সংখ্যাঃ ৯০ টি।
ক্যাটেগরিঃ উপন্যাস বই
পিডিএফ সাইজঃ ১৩ মেগাবাইট প্রায়।
রকমারি থেকে ক্রয় করার লিঙ্কঃ কিছু শৈশব বই

Download Now

#লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়,  বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।
#(আমাদের ব্লগের সমস্ত বইগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত। লেখকের বা প্রকাশনীর যদি কোনো বইয়ের PDF নিয়ে অভিযোগ থাকে তাহলে দয়াকরে জানান, আমাদেরকে জানানোর ২৪ ঘন্টার মধ্যে PDF টি রিমুভ করে দিবো।) ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।