September 24, 2023

কলিতে পয়দা হয়েছে লিরিক্স | Kolite Poyda Hoyeche Lyrics | purepdfbook.com

কলিতে পয়দা হয়েছে গানের লিরিক্স


কলিতে পয়দা হয়েছে গানের লিরিক্স,কলিতে পয়দা হয়েছে গানের অর্থ, কলিতে পয়দা হয়েছে গানের ব্যাখ্যা, Kolite Poyda Hoyeche Song Lyrics.
Kolita Poida Hoyasa Lyrics By Fakir Saheb And Lalon

 

Song Info:

Song: Fikir Theke Holam Fokir জিকির থেকে হলাম ফকির)
Artist: Pota
Lyrics Created: Pota
Album: Maan Sagar
Lyrics Created: Pota
Cover Credit: Fokir Saheb

কলিতে পয়দা হয়েছে লিরিক্সঃ

জিকির ছেড়ে হলাম ফকির
ওরে কপ্লি করলাম সার,
আবার বাবার পেটে মায়ের জন্ম……
দুধ খাবি তুই কার ?
বাবা কি শুনাইলি আব্বা…..
কলিতে পয়দা হয়েছে ।

দিল দরিয়ার মাঝেরে ভাই
একটা সর্প রয়েছে,
আবার সর্পের মাথায় একটা
ব্যাঙে নৃত্য করতেছে………………
বাবা কি শুনাইলি আব্বা….
কলিতে পয়দা হয়েছে।

দিল দরিয়ার মাঝে একটা
ও ভাই ডিম্ব রয়েছে,
সেই ডিমের ভিতর ছয়টা ছানা, বসত করতেসে…….
বাবা কি শুনাইলি আব্বা, কলিতে পয়দা হয়েছে।

সকাল বেলা লও সম্মন্ধ
দুপুর বেলাই বিয়ে…….
আবার সাজের বেলাই বউটা
এলো ছেলে কোলে নিয়ে…….
বাবা কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে।

সাগরে জল নেই,
বাজারে মারে ডেউ…….
আবার বাবার যখন হয়নাই বিয়ে…….      
ছেলের কোলে বউ।
বাবা কি শুনাইলি আব্বা
কলিতে পয়দা হয়েছে।

জিকির ছেড়ে হলাম ফকির……
ওরে কপ্লি করলাম সার।
আবার বাবার পেটে মায়ের জন্ম,
দুধ খাবি তুই কার..?
বাবা কি শুনাইলি আব্বা……
কলিতে পয়দা হয়েছে।

ফিকির থেকে হলাম ফকির গানের অর্থঃ

“”ভেবে ভেবে হলাম দিশেহারা
“হযরত আদম (আঃ) এর হাড় হতে
হযরত হাওয়া (আঃ) জন্ম,
তবে দুধ খেয়েছিল কার?”

কলিতে পয়দা হয়েছে গানের ব্যাখ্যাঃ

এখানে, বাবা বলে আদিপিতা
হযরত আদম (আঃ) বোঝানো হচ্ছে)
(হযরত আদম (আঃ) বলিতেছে
জান্নাতে জন্ম হয়েছে।

এখানে, দিল দরিয়া বলে আসমান
জমিন সব বুঝানো হয়েছে।
সর্প সম্মোধোন করে ইবলিশকে
বোঝানো হয়েছে। আর ব্যাঙের নৃত্য বলা হয়েছে
ইবলিশ এর কুবুদ্ধিকে।

এখানে, দিল দরিয়া বলে আসমান,
জমিন এবং সমস্ত জাহানকে
বুঝানো হয়েছে, আর ডিম্ব বলে পৃথিবীকে
বুঝানো হয়েছে।
ছয়টা ছানা বলে বুঝানো হয়েছে,
নামাজ কায়েম না করার, ১৫ টি আজাবের মধ্যে ৬টি
আজাব দুনিয়াতেই পাবে।

সকাল বেলা মৃত্যুর খবর,
দুপুর বেলাই সবাই দেখতে আসে,
আর সাজের বেলাই সবাই তাকে
খাটিয়াই করে মাটি, মঞ্জিলের জন্য নিয়ে যাই।

সাগরে জল নেই – আখিরাতের
কামাই নেই, বাজারে মারে ডেউ – দুনিয়াই বাহাদুরি
বাবার যখন হয়নাই বিয়ে
ছেলের কোলে বউ- হযরত আদম (আঃ) এর
বাবা নেই সুতরাং বিয়েও হওয়ার, কোন মানে নেই
কিন্তু হযরত হাওয়া (আঃ), হযরত আদম (আঃ) বউ, এখানে তাই বলা হয়েছে।