কমিউনিকেশন, নো টেনশন pdf বই : লেখকঃ – মোঃ জামাল উদ্দিন জামি , নিয়াজ আহমেদ , সাদিয়া তাসমিয়া (টেন মিনিট স্কুলের কন্টেন্ট রাইটার) – পৃষ্ঠাঃ ১৬০ টি, pdf size: 9 mb.
কমিউনিকেশন know টেনশন বইটির ভূমিকাঃ
যােগাযােগ দক্ষতা বৃদ্ধি উপর অনেক দিন ধরেই প্রশিক্ষণ দিয়ে আসছি। আর সেই থেকেই ভাবনা প্রশিক্ষণকে আর একটু সহজভাবে সারা দেশের পাঠকদের কাছে কিভাবে পৌছে দেওয়া যায়। আর সেখান থেকেই আমাদের কাজ শুরু করা। এই বইটিতে শুধুমাত্র আমরা যােগাযোেগ দক্ষতা নিয়ে কাজ করছি না, সাথে আমরা যােগাযােগ দক্ষতা থেকে নেতৃত্ব পর্যন্ত পুরাে পথটাকে কল্পনায় নিয়ে এসেছি।
আর সেখানে একজন নেতার কি কি গুণ থাকতে হয় তা বিবেচনা করলে দেখা যাবে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলাে একজন নেতাকে খুব ভালাে। সম্পর্ব্য বস্থাপনায় পারদর্শী হতে হয়। তাই কোন সম্পর্ক তৈরির ক্ষেত্রে অন্যতম একটি বিষয় হলাে যােগাযােগ দক্ষতা। আর এখানে আমরা এই যােগাযােগ দক্ষতা, সম্পর্ক ব্যবস্থাপনা, নেতৃত্ব এর কলাকৌশল এই তিনটি বিষয়ের সংমিশ্রণে একটা যাত্রা বর্ণনা করা হয়েছে।
কমিউনিকেশন, নো টেনশন বইটির সূচিপত্রঃ
লেখক সম্পর্কেঃ
নিয়াজ আহমেদ দেশে প্রফেশনাল সিভি রাইটিং ধারনার প্রবর্তক। তিনি এখন পর্যন্ত মােট ২২০০টির অধিক সিভি তৈরি করছেন, যার মধ্যে ৪০০টির বেশি সিভি ছিলাে বিভিন্ন প্রতিষ্ঠানের টপ ম্যানেজমেন্টে কাজ করেন এরকম আইকন ব্যক্তিদের। বিশ্বব্যাপী ২৭টি দেশে ৮৪টির অধিক ভিন্ন প্রফেশনে কাজ করা লােকের সিভি তিনি রচনা করেছেন।
দেশের প্রায় ২২টির মতাে পত্রিকায় তার ক্যারিয়ার বিষয়ক ৬০০টির অধিক লেখা পাবলিশ হয়েছে। এই পর্যন্ত মােট ২৮টি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ৫৭ টি ক্যারিয়ার আড্ডা পরিচালনা করেছেন, অনুপ্রাণিত করেছেন প্রায় ২৫০০০ এর অধিক ছাত্র ছাত্রীকে। কাজের স্বীকৃতি স্বরুপ তিনি তরুণ উদ্যোক্তা পুরস্কার ২০১৭ এবং সিওএফ ইনস্পিরেশনাল এ্যাওয়ার্ড ২০১৭ তে ভুষিত হয়েছেন। তাকে নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় অসংখ্য ফিচার ছাপা হয়েছে ফেইসবুকে তাকে আবিদ নিয়াজ এবং লিংকড ইনে নিয়াজ আহমেদ নামে তাকে পাওয়া যাবে।
- বইয়ের নামঃ কমিউনিকেশন, নো টেনশন
- বইয়ের লেখকঃ নিয়াজ আহমেদ
- পৃষ্ঠা সংখ্যাঃ ১৬০ টি।
- বইয়ের ধরনঃ আত্ম উন্নয়ন, যোগাযোগ
- পিডিএফ সাইজঃ ৯ মেগাবাইট প্রায়।
- ডাউনলোডঃ কমিউনিকেশন, নো টেনশন pdf
- রকমারিঃ কমিউনিকেশন, নো টেনশন বই
#বইটি ইন্টারনেট থেকে সংগীত। #লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়, বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।
আমাদের ব্লগে আপনার কোনো যদি পিডিএফ থাকে, আপনার অভিযোগ থাকলে আমাদের জানানোর ২৪ ঘন্টার মধ্যে রিমুভ করে দিবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।