May 19, 2024

এহইয়াউস সুনান PDF Download | বাংলা ভাষায় সুন্নাহ নিয়ে চমৎকার বই (Ehyaus Sunanh)

এহইয়াউস সুনান বই

Pdf book Download – বিদয়াত কি?  বিদয়াতের উৎপত্তি, কুফল,  সুন্নাহ কি এবং কেন ইত্যাদি ইত্যাদি খুবই সুন্দরভাবে এই বিষয়গুলো নিয়ে লিখেছেন, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। এহইয়াউস সুনান (Ehyaus Sunanh) বইটি প্রত্যেক মুসলামনের পড়া দরকার।

এহইয়াউস সুনান বই রিভিউঃ

আলহামদুলিল্লাহ। আবদুল্লাহ জাহাঙ্গীর রহঃ স্যার আমাদের খুব সুন্দর একটা বই উপহার দিয়েছেন। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্টতম জিনিস হলো দ্বীনের মধ্যে নতুন কিছু আবিস্কার করা। তথা বিদয়াত। আর প্রত্যেক বিদয়াতকারী গোমরাহী। আর প্রত্যেক গোমরাহী জাহান্নামী। আর আবদুল্লাহ জাহাঙ্গীর রহঃ স্যার এই বইতে বিদয়াত নিয়ে আলোচনা করেছেন। আমরা নিজেরা বিদয়াত থেকে বেচে থাকতে হবে। আমাদের পুরো সমাজটাকে রক্ষা করতে হবে। আল্লাহ আমাদেরসবাই হিদায়ত দান করুন।

সুন্নাহ কি ও কেন। বিদয়াত কি ও তার উৎপত্তি , বিদয়াতের কুফল। আমাদের সমাজে কি কি বিদয়াত সুন্নাহ বলে চলছে। আর কোন সুন্নাত সম্পর্কে আমার একেবারেই অজ্ঞ, এসব তথ্যই এই বইয়ে পাবেন পাঠক। বাংলা ভাষায় সুন্নাহ নিয়ে এতো ভালো বই সম্ভবত আর নেই। অন্তত আমি পড়িনি। এই বইটির পিডিএফ পড়ে হার্ডকপি কেনার আহবান রইল সবার প্রতি।

বইয়ের নামঃ এহইয়াউস সুনান
লেখকঃ  ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
পৃষ্ঠা সংখ্যাঃ ২৫৫ টি।
ক্যাটেগরিঃ ইসলামিক
পিডিএফ সাইজঃ ৬ মেগাবাইট প্রায়।
রকমারি থেকে ক্রয় করার লিঙ্কঃ এহইয়াউস সুনান বই

ডাউনলোড সার্ভারঃ ১

Download Now 

 

Download Now
#বইটি ইন্টারনেট থেকে সংগৃহীত। #লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়,  বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন।
#(আমাদের ব্লগের সমস্ত বইগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত। লেখকের বা প্রকাশনীর যদি কোনো বইয়ের PDF নিয়ে অভিযোগ থাকে তাহলে দয়াকরে জানান, আমাদেরকে জানানোর ২৪ ঘন্টার মধ্যে PDF টি রিমুভ করে দিবো।) ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।