December 5, 2024

ইহুদি জাতির ইতিহাস বই PDF free Download | Ihudi Jatir Itihas | purepdfbook

ইহুদি জাতির ইতিহাস


ইহুদি জাতির ইতিহাস & অভিশপ্ত ইহুদী জাতির বেইমানীর ইতিহাস pdf direct download link & Google drive link. Pdf size: 53 mb. Pages 134.

ইহুদী জাতির ইতিহাস বই রিভিউঃ

বইটির নাম থেকেই আসলে কন্টেন্ট সম্পর্কে পুরোপুরি ধারণা চলে আসে৷ ইহুদী জাতির জন্ম থেকে শুরু করে যীশু খ্রিস্টের জন্ম পর্যন্ত বিস্তারিত ইতিহাস তুলে ধরা হয়েছে৷ ইহুদী, খ্রিস্টান, ইসলাম এই তিনটি ধর্মেরই সোর্স থেকে উদারভাবে রেফারেন্স দেওয়া হয়েছে৷ এক্ষেত্রে একটি সুবিধা হয়েছে, তিনটি ধর্মই আব্রাহামিক হওয়ায় মূল ঘটনাপ্রবাহে তেমন কোন বিরোধ নেই৷

এর বাইরে বর্ণনাগুলোকে আরও শক্তিশালী করতে এবং ঘটনা পরম্পরার মাঝে যোগসূত্র তৈরি করতে সাহায্য করেছে ঐতিহাসিকদের মতামত, প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ও বিভিন্ন প্যাপিরাসে লিখিত ইতিহাস৷

ব্যক্তিগতভাবে কুরআন-হাদীস ও ইসলামি বইপুস্তক থেকে নবীদের ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে জানা থাকায় পড়তে আরও ভালো লেগেছে৷ একটি ঘটনার সাথে অন্য ঘটনার সম্পর্ক এবং কোন নবীর পরে কোন নবী এসেছিলেন, তাদের সাথে ইহুদী তথা বনী ইসরাইলের সম্পর্ক কেমন ছিলো তা বিস্তারিতভাবে উঠে এসেছে৷ মোট ৩৮টি অধ্যায়ের মধ্যে ৩২টি অধ্যায় জুড়ে ইহুদীদের উত্থান পতনের ধারাবাহিক ইতিহাস আলোচনা করা হয়েছে৷

এর মধ্যে একটি অধ্যায়ে বাইতুল মুকাদ্দাস ও মাসজিদুল আকসার ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে৷ অধ্যায়টি পড়ে নিঃসন্দেহে বেশ কিছু ভুল ধারণার অবসান হবে৷ খ্রিস্টের জন্মের পরবর্তী দু’হাজার বছরের ইতিহাস নিয়ে বইটির সিক্যুয়েলে আলোচনা করা হবে৷ পরবর্তী দু’টি অধ্যায়ে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত ও ইহুদীদের ধর্মবিশ্বাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, যা বর্তমান দ্বন্দ্ব সংঘাতের স্বরূপ বুঝতে কিছুটা হলেও সহায়তা করবে৷ তবে পুরোপুরি জানতে হলে পরবর্তী বইয়ের অপেক্ষা করতে হবে৷

শেষ চারটি অধ্যায়ে ইসলামের নবী হযরত মুহাম্মাদ (সা) এর জন্ম, শৈশব-কৈশর ও তারুণ্যের কিছু ঘটনাবলী আলোচনা করা হয়েছে৷ কেননা এখানেও বিচ্ছিন্নভাবে তৎকালীন আরব ইহুদীদের সংশ্লিষ্ট কিছু আলোচনা রয়েছে৷ রাসূল (সা) এর জীবনী নিয়েও লেখকের লেখার আগ্রহ রয়েছে৷ তবে সেটি পরবর্তী বইতে ইহুদীদের ইতিহাসের বাকি অংশের সাথে যতটুকু সংশ্লিষ্ট ততটুকুই নাকি তাঁর জীবনী নিয়ে আলাদা বই হবে সেটি আমার কাছে পরিস্কার হয় নি৷

বইটি যদিও ধর্মগ্রন্থ না, তবুও খুব স্বাভাবিকভাবেই একটা ধর্মীয় বইয়ের আমেজ চলে আসে৷ সমালোচনার ক্ষেত্রে বানান ও যতি চিহ্নের ব্যবহারে অসচেতনতার কঠোর সমালোচনা করছি৷ তবে ঘটনাপ্রধান লেখা হওয়ায় পড়তে গিয়ে খুব একটা হোঁচট খেতে হয় নি৷ ২৮তম অধ্যায়ে (জেরুজালেম ধ্বংসের ভবিষ্যৎবাণী) বাইবেল থেকে দেড় পৃষ্ঠার বেশ বড় একটা উদ্ধৃতি রয়েছে, যার আগামাথা কিছুই বুঝি নি৷

যতটুকু বুঝেছি সেটাও তেমন গুরুত্বপূর্ণ মনে হয় নি যার জন্য কাঠখোট্টা মূল উদ্ধৃতি উল্লেখ করা লাগবে৷ সেটা কীভাবে জেরুজালেম ধ্বংসের ভবিষ্যৎবাণী হলো বুঝি নি৷ সব মিলিয়ে ভালো লেগেছে, অনেক নতুন জিনিস জানতে পেরেছি, কিছু ভুল ধারণারও অবসান হয়েছে৷

বইয়ের বিবরণ

বইয়ের নামঃ ইহুদি জাতির ইতিহাস বই
লেখকঃ খালেক মজুমদার
পৃষ্ঠা সংখ্যাঃ ১৩৪ টি।
ক্যাটেগরিঃ ইতিহাস বিষয়ক বই
পিডিএফ সাইজঃ ৫৩ মেগাবাইট প্রায়।
রকমারি থেকে ক্রয় করার লিঙ্কঃ  ইহুদি জাতির ইতিহাস বই

১। ইহুদি জাতির ইতিহাস বই Direct Download Link

Download Now

২। Google Drive Link:

Download Now