English + Spoken শেখার জন্য, এই ধরনের বই এই প্রথম।
জ্বী সত্যিই ভাই কথাটি। যে ব্যাক্তি ইংরেজীর E লেটার চিনে না তার জন্য এই বইটি। বইটিতে খুবই সহজ বিষয় নিয়ে বার বার বিভিন্নভাবে উদাহরণ দিয়ে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়েছে। যাইহোক যারা ইংরেজীতে একবারে কাচা তাদের জন্য এ বইটি পারফেক্ট। বইটির স্কান বেশী ভালো হয়নি, ডাউনলোড করার আগে একটু ভালোকরে পড়ে দেখে নিবেন।
বইটি সম্পর্কে বেশীকিছু বলার নাই। বইটির সাইজ ৬৫ মেগাবাইট।
#বইটি ইন্টারনেট থেকে সংগৃহীত। #লেখকের ক্ষতি আমাদের কাম্য নয়, বইটির হার্ড কপি কেনার সমর্থ থাকলে বইটির হার্ড কপি কিনে পড়ুন। #(আমাদের ব্লগের সমস্ত বইগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত। লেখকের বা প্রকাশনীর যদি কোনো বইয়ের PDF নিয়ে অভিযোগ থাকে তাহলে দয়াকরে জানান, আমাদেরকে জানানোর ২৪ ঘন্টার মধ্যে PDF টি রিমুভ করে দিবো।) ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।
drive link এ মেডিটেশন এর বই দেয়া। জিরো থেকে হিরো বইটা নেই।
ধন্যবাদ আপনাকে, আপডেট করে দিলাম।