আ দিয়ে সাহাবীদের নামের তালিকা অর্থসহ- সকল সাহাবীদের নামের তালিকা- কোরআনে বর্ণিত সাহাবীর নাম, পুরুষ সাহাবীদের নাম – সাহাবীদের নাম অর্থসহ ছেলেদের
সাহাবী কাকে বলে?
সাহাবী হলেন, যেসকল লোক প্রিয় নেতা বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর জীবিত থাকা অবস্থায় যারা তার সাথে দেখা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন; প্রিয় শ্রেষ্ঠ নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন এবং প্রিয় নেতা হযরত মোহাম্মাদ (সাঃ) এর সাহচর্য লাভ করেছেন, অতঃপর ইসলামের প্রতি বিশ্বাস থাকা অবস্থায় মৃত বরন করেছেন তাদেরকে সাহাবী বলা হয় ইসলামী পরিভাষায়।
সাহাবীদের নামে আপনার ছেলে শিশুর নাম কেন রাখবেন?
সাহাবীদের সম্মান বা মর্জাদা অনেক অনেক। সাহাবীরা সরাসরি হযরত মোহাম্মাদ সাঃ এর সাথে মোলাকাত করেছেন, তাই নবীদের পরেই সাহাবীদের সম্মানের স্হান। তাই চেষ্টা করুন আপনার সন্তানটির নামটি যেনো ভালো হয় যার প্রভাবে ছেলেটি নেককার হয় এবং দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে।
সকল পিতা মাতার উচিত তার সন্তানটির একটি ইসলামিক নাম রাখা, সুন্দর ভালো একটি নাম না রাখলে ওই প্রান প্রিয় সন্তানটিই একদিন পিতামাতাকে দায়ী করবে যে আমার মা বাবা আমার সুন্দর একটি নাম না রাখার কারনে আমি পাপ কাজে লিপ্ত হয়েছি সুতরাং আমার সব গুনাহ আমার মা বাবার প্রাপ্য এগুলো তাদেরকে দিয়ে দেন আল্লাহ্, এইভাবেই বলবে প্রিয় কলিজার সন্তানটি সেই দিন বেশী দূরে নয় মৃত্যুর পরে হাশরের ময়দানেই।
সুতরাং আমি আপনাকে অনুরোধ করি আপনি কখনো ইলিক জিলিক নাম রাখবেন না।
আপনি একটু ইউটিউব করলেই বহু হুজুরের মুখে শুনতে পারবেন সুন্দর ইসলামিক অর্থবহ নামের তাই ইউটিউব করে একটু ভালোভাবে জেনে নিন, বহু হাদিস রয়েছে যেগুলো ইউটিউব করলেই পেয়ে যাবেন।
আ দিয়ে সাহাবীদের নামের তালিকাঃ
(১) আওস ইবনে খালিদ
(২) আইয ইবনে সাঈদ
(৩) আইযুল্লাহ ইবনে উবাইদুল্লাহ
(৪) আওস ইবনে জুবায়ের
(৫) আকিল ইবনে আবি তালিব
(৬) আবদুর রহমান ইবনে আবু বকর
(৭) আবদুল্লাহ ইবনে জাফর
(৮) আবদুর রহমান ইবনে হারিস
(৯) আবদুল্লাহ ইবনে যায়িদ
( ১০) আবদুল্লাহ ইবনে আব্বাস
(১১ ) আইয ইবনে মাইস
(১২ ) আউস ইবনে খাওলা
(১৩ ) আইয়াশ ইবনে আবি রাবিয়া
(১৪ ) আইয ইবনে আমর
(১৫ ) আওস ইবনে মিয়ার
(১৬ ) আওস ইবনে সাবিত
(১৭ ) আওন ইবনে মালিক
(১৮ ) আওস ইবনে আস সামিত
আ দিয়ে কোরআনে বর্ণিত সাহাবীদের নামঃ
(১৯ ) আওস ইবনে খালিদ ইবনে কুরত
(২০ ) আদ্দাস
(২১ ) আওস ইবনে সালাবা
(২২ ) আরকাম ইবনে আবিল আরকাম
(২৩ ) আত্তাব ইবন উসাইদ
(২৪ ) আনাস ইবনে নাদার
(২৫ ) আবদ-ইয়া-লাইল ইবনে আমর
(২৬ ) আদি ইবনে আয যাগবা
(২৭ ) আনাস ইবনে মালিক
আ দিয়ে সাহাবীদের নাম অর্থসহঃ
(২৮ ) আবদুর রহমান ইবনে আউফ
(২৯ ) আবদুল্লাহ ইবনে আবু বকর
(৩০ ) আবদুল্লাহ ইবনে আতিক
(৩১ ) আবদুর রহমান ইবনে শিবল
(৩২ ) আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই
(৩৩ ) আব্দুল্লাহ ইবনে আবি আওফা
কোরআনে বর্ণিত সাহাবীদের নাম আ দিয়েঃ
(৩৪ ) আবদুল্লাহ ইবনে উবাই
(৩৫ ) আবদুল্লাহ ইবনে’ আমর ইবনুল আস
(৩৬ ) আবদুল্লাহ ইবনে ইয়াযিদ খাতমি
(৩৭ ) আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম
(৩৮ ) আবদুল্লাহ ইবনে জাহাশ
(৩৯ ) আবদুল্লাহ ইবনে উনাইস জুহানি
(৪০ ) আবদুল্লাহ ইবনে উমর
(৪১ ) আবদুল্লাহ ইবনে মাখরামা
(৪২ ) আবদুল্লাহ ইবনে মাজউন
(৪৩ ) আবদুল্লাহ ইবনুল জুবায়ের
(৪৪ ) আব্দুল্লাহ ইবনে জুবায়ের আনসারী
(৪৫ ) আবদুল্লাহ ইবনে মাসউদ
(৪৬ ) আবদুল্লাহ ইবনে তারিক
(৪৭ ) আবদুল্লাহ ইবনে যায়িদ ইবন আসিম
(৪৮ ) আবদুল্লাহ ইবনে রাওয়াহা
(৪৯ ) আব্দুল্লাহ বিন তারিক
(৫০ ) আবদুল্লাহ ইবনে সালামা
(৫১ ) আবদুল্লাহ ইবনে সুহাইল
কুরআনে বর্ণিত সাহাবীদের নামের লিস্টঃ
(৫২ ) আব্বাদ ইবনে বিশর
(৫৩ ) আবদুল্লাহ ইবনে সালাবা
(৫৪ ) আবদুল্লাহ ইবনে হুজাফা আস সাহমী
(৫৫ ) আবদুল্লাহ ইবনে সালাম
(৫৬ ) আব্বাস ইবনে উবাদা
(৫৭ ) আব্বাস ইবনে মিরদাস
(৫৮ ) আম্মারা ইবনে হাযম
(৫৯ ) আবান ইবনে সাঈদ ইবনুল আস
(৬০ ) আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব
(৬১ ) আবু আমর হাফস ইবনে মুগীরা
(৬২ ) আবু আহমাদ ইবনে জাহাশ
(৬৩ ) আম্মার ইবনে ইয়াসির
(৬৪ ) আবু আইয়ুব আনসারি
(৬৫ ) আবু উবাইদা ইবনুল জাররাহ
(৬৬ ) আবু কাতাদাহ আল আনসারী
(৬৭ ) আবু উমামাহ আল-বাহিলি
(৬৮ ) আবু কাতাদাহ ইবনে রাবী
১০০+ বাছাই করা সাহাবীদের নামঃ
(৬৯ ) আবু বশির
(৭০ ) আবু দারদা
(৭১ ) আবু রাফি
(৭২ ) আবু বারযাহ আল আসলামি
(৭৩ ) আবু বকর ইবনে আবি কুহাফা
(৭৪ ) আবু বুরদা ইবনে নাইয়ার
(৭৫ ) আবু তালহা আনসারী
(৭৬ ) আবু দুজানা সিমাক বিন খারাসা
(৭৭ ) আবু মাসুদ আল-আনসারী
(৭৮ ) আবু সুফিয়ান ইবনুল হারিস
(৭৯ ) আবু সুফিয়ান ইবনে হার্ব
(৮০ ) আবু মূসা আল আশয়ারি
(৮১ ) আবু যার আল-গিফারী
(৮২ ) আবুল আস ইবনে রাবি
(৮৩ ) আবু সালামা ইবনে আবদিল আসাদ
(৮৪ ) আবু হাজাল মুসলিম ইবনে আওসাজা
(৮৫ ) আবু সায়িদ আল-খুদরী
(৮৬ ) আবু হুজাইফা ইবনে উতবা
(৮৭ ) আবু হুরাইরা আল আদ-দাওসি
(৮৮ ) আমর ইবনে মুয়াজ
(৮৯ ) আমর ইবনুল আস
(৯০ ) আমর ইবনে উমাইয়া
(৯১ ) আমর ইবনে আবাসা
(৯২ ) আমর ইবনে হাযম
(৯৩ ) আমির ইবন রাবীয়া
আ দিয়ে সাহাবীদের নামগুলোঃ
(৯৪ ) আমর ইবনে সাঈদ ইবনুল আস
(৯৫ ) আমির ইবনে ফুহাইরা
(৯৬ ) আমের ইবনে আবুল বুকায়র
(৯৭ ) আমির ইবনে ইয়াযিদ
(৯৮ ) আম্মারা ইবনে হাযম
(৯৯ ) আলী ইবনে আবি তালিব
(১০০ ) আম্মার ইবনে ইয়াসির
(১০১ ) আম্মারা ইবনে ইয়াযিদ
(১০২ ) আসমা বিনতে আবি বকর
(১০৩ ) আল-বারা’ ইবনে আযিব
(১০৪ ) আল বারা ইবনে মালিক
(১০৫ ) আহনাফ ইবনে কায়িস
(১০৬ ) আল বারা বিন মারুর বিন শাখার
(১০৭ ) আয়িশা বিনতে আবি বকর
(১০৮ ) আসিম ইবনে আদি
(১০৯ ) আসিম ইবনে সাবিত
(১১০ ) আহসান ইবনে সাবিত
(বিদ্রঃ নামগুলোর অর্থ দেওয়া হলোনা সময়ের অভাবে, তবে আপনাদের যদি এই নামগুলোর অর্থ জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট করে জানান; ভালো রেসপন্স পেলে কষ্ট হলেও অর্থগুলো খুজেঁ খুজেঁ যুক্ত করে দিবো ইনশআল্লাহ)