Aladin Jindabaad pdf download google drive. আলাদিন জিন্দাবাদ বইটির অরিজিনাল pdf ডাউনলোড করুন purepdfbook.com থেকে।
আলাদিন জিন্দাবাদ বই রিভিউঃ
আলাদিনের কেউ নেই, আলাদিনের কেউ কখনই ছিলোনা। আলাদিনের মতন অমানুষদের জন্য কেউ থাকেনা। হায়রে আলাদিন পকেট থেকে দেশলাই বাক্সটা বের করে কেরোসিন দিয়ে ভেজায় নিজের আর নুসরাতের শরীর। নুসরাতকে কাছে টেনে বলে ভালোবাসি, শোন অনেক গল্প আছে।
মন দিয়ে শুনবা কিন্তু আচ্ছা এরপরই আগুন জ্বালায়, জ্বলতে থাকে সবকিছু। বাইরে থেকে লোকজন শুনতে পায় আলাদিনের চিৎকার। শরীর পোড়ার যন্ত্রনা ভয়ংকর। কি অদ্ভূত আলাদিনের প্রেম। কি ভীষনভাবে নিজেকে শেষ করে দেওয়া। জয়তু আলাদিন, আলাদিন জিন্দাবাদ।
আলাদিন পুড়–ক, পুড়ে পুড়ে মরুক। মরেই শান্তি পাক, জীবিত থাকা-কালে তো পুড়তেই হয়েছে সারাক্ষন। আলাদিন জিন্দাবাদ বইয়ের গল্পগুলো এমনই। শীতলপাটি বিছিয়ে কোন এক বিষনড়ব বিকেলে কোন এক কারো একজনের কাছ থেকে শোনা ভালোবাসার হতাশার আবার ঠিক ঠিক আশাবাদী হবার গল্প।
অপভ্রংশ, পাতার নৌকায় দৃশ্যপট, গুল্লি, আলপিনে কুয়াশা, দিনলিপি রাতলিপি, দেশলাই জীবন, শিরোনাম ডায়রী, জমাটি দুঃখ সুখ, রক্ত-কষ্ট-শোক, হলদে পাখি, ছাব্বিশ পুরুষ এক নারী, আলাদিন এ বারোটি গল্পে আছে অন্ধকার ঘর, কবর, শোক আর সবশেষে এক টুকরো আলো যা মায়ার পরশ বুলিয়ে যায় মননে। আলাদিন জিন্দাবাদ জ্যান্ত একটি শহর।
বইয়ের বিবরণ
বইয়ের নামঃ আলাদিন জিন্দাবাদ
লেখকঃ কিঙ্কর আহ্সান
পৃষ্ঠা সংখ্যাঃ ১০২ টি।
ক্যাটেগরিঃ গল্পের বই
রকমারি থেকে ক্রয় করার লিঙ্কঃ আলাদিন জিন্দাবাদ বই