September 30, 2024

আকাশ ডিটিএস দাম, রিচার্জ, প্যাকেজ চ্যানেল লিস্ট হেল্প লাইন (বিস্তারিত জেনে নিন)

আকাশ ডিটিএস

আকাশ ডিটিএস/ডিটিএইচ, আকাশ টিভি প্যাকেজ,
আকাশ টিভি চ্যানেল লিস্ট, আকাশ ডিস রিচার্জ, ডিটিএইচ রিচার্জ প্যাক

আসসালামু আলাইকুম, প্রিয় ভিজিটররা আশা করি আকাশ ডিটিএইচ (Akash dth) নিয়ে আপনার মনের ভেতর থাকা সব প্রশ্নের উত্তর খুজে পাবেন।
যেমনঃ প্যাকেজ মূল্য?, চ্যানেল লিস্ট কতোটি, আকাশ ডিটিএইচ এর সুবিধা অসুবিধা ইত্যাদি।
তাহলে চলুন শুরু করা যাক…………….

আকাশ ডিটিএইচ কোথায় পাওয়া যাবে?

প্রশ্নঃ আকাশ ডিটিএইচ কিভাবে কিনবাে জানতে চাই?
উত্তরঃ
আপনার জেলার আকাশ এর ডিলার হতে কিনতে পারেন (সবচেয়ে নিরাপদ) অথবা অনলাইন হতেও কিনতে পারেন। বিস্তারিত জানতে akash dth এর কল সেন্টারে কল করতে পারেন। (১৬৪৪২ নাম্বারে) অথবা তাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন।
আকাশ ডিটিএইচ কিনতে নিচের লিংকটিতে ক্লিক করুন।  https://bit.ly/2ZEY6da

আকাশ ডিটিএইচ হেল্প লাইনঃ

হেল্প লাইন নাম্বার হচ্ছে ১৬৪৪২, তবে এ
নাম্বারে কল দিলে নাকি কল রেট বেশি কাটে শুনেছিলাম আরকি।
তাই তাদের আইপি ফোন নাম্বার: +880 9609999000
আইপি নাম্বার দিয়ে কল দিলে ফ্রি।
এ নাম্বারে brilliant apps দিয়ে কথা বললে ফ্রি।

আকাশ ডিটিএইচ website:
https://akashdth.com (att akash dth
এর official website)

আকাশ ডিটিএইচ ডিলারঃ

ডিলারদের মধ্যে কক্সবাজার চকোরিয়ার
সগির electronics ভাই অথবা সিলেটের one
dth এর মনি ভাই থেকে কিনতে পারেন।
অনলাইনে মাধ্যমে তাদের সাথে ফেসবুকে কথা
বলে নিয়ে কিনবেন, ওনারা অল্প দামে কুরিয়ার
করে বিক্রয় করে থাকে, আমিও কিনেছি
তাদের থেকে।
প্রশ্ন: আকাশের ডিশ অ্যানটেনা আর সেট টপ
বক্স এর গ্যারান্টি /ওয়ারেন্টি আছে?
উত্তর: জি, ১ বছরের।

আকাশ ডিটিএইচ মূল্য ২০২৩ বা দাম:

আকাশ ডিটিএইচ দাম ফুল সেট ৪৪৯৯ টাকা।
অর্থাৎ নতুন আকাশ সংযােগ মূল্য পাওয়া
যাচ্ছে মাত্র ৪৪৯৯ টাকায়। ১ম মাসে ফ্রিতে সব
চ্যানেল দেখতে পারবেন।
আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজ পাওয়া যাচ্ছে
মাসিক মাত্র ৩৯৯ টাকায়। এছাড়াও আকাশ
লাইট প্যাকেজ পাওয়া যাচ্ছে মাসিক মাত্র
২৪৯ টাকায়।
akash dish antenna price in
bangladesh: Akash New Offer a
Product price 4100 tk.
https://distributor.akashdth.com/conne
ct-distribution-limited

শুধু আকাশ রিসিভার দাম ৩০০০ টাকার এর
মত। যাদের আগ থেকে ছাতা বা antena
রয়েছে তারা শুধু akash receiver কিনলেই
হবে।
তবে কিছু ডিলার আছে যাদের কাছ থেকে
আরও অল্প দামে কিনতে পারবেন। বিস্তারিত
জানতে কমেন্ট করুন।
এ পর্যন্ত আকাশ এর ২টা সেট টপ বক্স বের
হয়েছে। দুটো বক্সই ভালাে। 1 নাম্বার বক্স
একুরেট সিগনাল দেখায় তবে এটা আগের
ভার্সন।
2 নাম্বারেরটা তাদের লেটেস্ট বক্স, লােকজনে
এটাই পছন্দ করে বেশী।

how to install akash dth (আকাশ ডিটিএইচ সেটিংশ)

জেনে রাখুন, আপনার পুরােনাে crt টিভিতেও
আকাশ চালাতে পারবেন। so,
চিন্তার কোনাে কারণ নেই। আর স্মার্ট টিভিতে তাে চলবেই।
ইনস্টলেশন ও ১০ মিটার ক্যাবল ফ্রী ,,,,,
পরে প্রতি মিটার এর দাম ২০-৩০ টাকা হবে।
আকাশ সেট টপ বক্স দাম ফুল সেটআপ ৪৪৯৯
টাকা এর বেশি নয়।

১০মিটার= ৩৩ফুট+ কেবল ফ্রী, ইনস্টলেশন ফ্রী।
যদি আপনার থেকে একপয়সাও বেশি নিয়ে থাকে
তবে ওই ডিলার/ডিস্ট্রিবিউটর/সেলারের নামদোকানের নাম দিয়ে কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে কমপ্লেইন করুন, ভয় নেই- আপনার লাইনের
কোনাে ক্ষতি হবে না, আপনার লােকেশন কোথায়?
কমপ্লেইন করুন, টাকা বাড়ি এসে দিয়ে যাবে।
akash dth Dealer at activation PC
450tk পাবে akash company থেকে। তাই
যেকোনাে ডিলারকে বললে আপনাকে ফ্রি খুশিমনে।
একটিভ করে দিবে।

আকাশ ডিটিএইচ প্যাকেজ রিচার্জ ও মাসিক বিল -akash dth recharge system & offer

আকাশ ডিটিএইচ মাসিক বিল প্রতি মাসে খরচ
সর্বোচ্চ 399 টাকা বা সর্বনিম্ন 249 টাকা।
* সকল চ্যানেল – 399 টাকা (120 চ্যানেল)
* আকাশ ডিটিএইচ লাইট প্যাকেজ। চ্যানেল – 249 টাকা (70 চ্যানেল)
*add-on প্যাকেজ ইউজ করলে বাড়তি খরচ
এক্ষেত্রে, আকাশ এর টিভি চ্যানেল দেখতে চাইলে
must তাদের লাইট প্যাকেজ নিতে হবে, এর
পাশাপাশি add-on package নিতে পারেন।
বিভিন্ন add-on package রয়েছে। যেমনsport add-on, movie add-on ইত্যাদি।
অনেকের অভিযােগ- এটি ব্যয়বহুল বেশি। আকাশ
এর রিচার্জ 200 থেকে ৩০০ টাকা হলে নাকি তারা
সবাই নিবে 100%।
তবে Akash Dth এর রিটেইলার দের জন্য
সেট টপবক্স দেয় যার মাসিক বিল ৩০০ টাকা, এই

তবে Akash Dth এর রিটেইলার দের জন্য যে
সেট টপবক্স দেয় যার মাসিক বিল ৩০০ টাকা, এই
সেট টপবক্স কেনা যায়। কমেন্ট করলে জানাবো।
বি:দ্র: জেনে রাখুন, প্রতি মাসে আকাশ ডিটিএইচ
রিচার্জ করতে হবে অথবা এককালীন কয়েকমাস
বা বছরের জন্যেও রিচার্জ করা যায়।

কোনাে কারণে আকাশ ডিটিএইচ প্যাকেজ যদি
টানা তিন মাস না নিয়ে থাকেন তাহলে এরপর
ইউজ করতে চাইলে রি কানেকশন ফি দিতে হবে।
আকাশ ব্যবহারের সবচেয়ে বাজে এক্সপেরিমেন্টস
হচ্ছে- এর রি কানেকশন ফি ২০০
মানে আপনি যদি একটানা ৩ মাস ব্যবহার না
করেন, এরপর আবার ৩ মাস পর ব্যবহার করতে
চাইলে ২০০ টাকা জরিমানা।
আকাশ ডিটিএইচ চ্যানেল লিস্ট
– akash dth channel list
and price। picture
নিচের পিকটি জুম করে দেখে নিন আকাশ কোন
চ্যানেল কি কি চ্যানেল লিস্ট রয়েছে তা।

প্রশ্ন: আকাশ dth এ চ্যানেল কয়টা আছে?
উত্তর: একটাও নেই।
Question:
how many channels are there in akash
dth
akash dish tv channel list?
answer: lite pack 70 channel
আকাশ ডিটিএইচ লাইট প্যাকেজে ৭০টি চ্যানেল
রয়েছে। এছাড়াও, বাড়তি চ্যানেল যুক্ত করা যায়।
akash dth channel list and price picture
টি দেখে নিন:
আপনি যদি akash lite pack ছাড়া বাড়তি add
on channel যুক্ত করেন তাহলে ২৪৯ টাকার
বাড়তি টাকা যুক্ত করতে হবে।
আকাশের এড অন প্যাকেজগুলােয় রয়েছে:

* Entertainment add on

*Sport add on

*information add on

*kids add on

প্রশ্নঃ ১ টি এনটিনা দিয়ে কয়টা টিভিতে লাইন।
দেওয়া যাবে? আর খরচ পড়বে কতাে?
উত্তরঃ অনেক তবে আলাদা বিল ও রিসিভার
কিনতে হবে।
প্রশ্নঃ একই ছাদের নিচে এক এন্টেনা থেকে বাসার
সব টিভি বক্সে কিভাবে কানেকশন দেব?
উত্তরঃ
অধিক সাশ্রয়ে সবার সাথে টিভি দেখার আনন্দ
ভাগাভাগি করে নিতে এলাে আকাশ বিল্ডিং
সলিউশন। এক্ষত্রে আপনাকে পাওয়ার ডিভাইডার
ব্যবহার করতে হবে, এগুলাে ২ বা ৪ বা ৮ বা ১৬
বা ৩২ পাের্ট এর হয়ে থাকে।

উদাহরণস্বরুপ:- আপনার পাওয়ার ডিভাইডারটি
যদি ৮ পাের্টের হয়, তাহলে একটি ছাতা হতে ৮টি
টিভিতে(বক্সে) কানেকশন দিতে পারবেন। এভাবে
সীমিত সংখ্যক ডিশের মাধ্যমে পুরাে বিল্ডিং-এর
সব টিভিতে আকাশ কানেকশন নেবার সুবিধা
পাবেন! তাই বিল্ডিং ও ছাদের অটুট সৌন্দর্য
নিশ্চিত করে কোয়ালিটি ভিউয়িং এক্সপেরিয়েন্স
পেতে আজই চলে আসুন ঝকঝকে টিভি দেখার
নতুন।
লিংকঃ
https://akashdth.com/offers/building

প্রশ্নঃ আকাশ dth কি এই স্পিলিটার ব্যবহার করা
যাবে? অর্থাৎ এটি দিয়ে কি একটা ছাতি থেকে
দুইটি আকাশের রিসিভার চালানাে যাবে?
উত্তরঃ
এসব স্পিলিটার দিয়ে ২-৩ টা টিভিতে চলবে,
ছবির মান বা প্রাথমিকভাবে কোন ট্রাবল পাবেন না
কিন্তু LNB ভােল্ট ঠিকমতাে পেলেও ভােল্ট
এ্যাম্পিয়ার বেশি পাবে ফলে গরম ও হবে বেশি যা
নষ্ট হবার সম্ভাবনা আছে।
এক্ষেত্রে সমাধান: আপনি পাওয়ার ডিভাইডার
ব্যাবহার করুন।

প্রশ্ন: বৃষ্টিতে বজ্রপাত হলে আকাশ চালানাে যাবে?
টিভিতে কোন সমস্যা হতে পারে?
উত্তর:
যাবে, তবে জোরে বৃষ্টি হলে সিগনাল পেতে
প্রবলেম হতে পারে। তবে মনে রাখবেন,
আবহাওয়া খুব খারাপ হলে আকাশ বক্স/টিভি
চালানাে উচিৎ হবে না,তা নিরাপদও না। ছাতায়
বজ্রপাত/থাডা পড়ে অনেকের টিভি নষ্ট হয়েছে।
এমন শােনা যায়। এক্ষেত্রে সমাধান হচ্ছে- আকাশ
সেট টপ বক্সের ক্যাবল/তার খুলে রাখবেন।
প্রশ্ন: আমি সমসময় স্পাের্টস চ্যানেল দেখি।
কম মূল্যে কোন প্যাকেজের সাথে কত করলে আমি খেলার সব চ্যানেল গুলাে পাবাে?

প্রশ্ন: আমি সমসময় স্পাের্টস চ্যানেল দেখি।
কম মূল্যে কোন প্যাকেজের সাথে কত পেমেন্ট
করলে আমি খেলার সব চ্যানেল গুলাে পাবাে?
উত্তর:
Akash Lite pack 249 tk
এর সাথে 71 tk recharge করে sports pack
add on করতে পারেন। এক্ষেত্রে একসাথে ৩২০
টাকা রিচার্জ করে হেল্প লাইনে কল দিলেই হয়ে
যাবে।

প্রশ্ন: আমার আকাশ বক্স আরেক জনের কাছে সেল
করে দেব। এখন কথা হচ্ছে- নাম ট্রান্সফার করতে
কত টাকা লাগে?
উত্তর:
হুম, এর মানে মালিকানা পরিবর্তন? এটা করতে
কোন টাকা লাগবে না, আকাশের ওয়েবসাইট
support@akashdth.com এ সাব আইডি
নাম্বার ও ফুন নাম্বার এসটিবি নাম্বার দিয়ে জার
নামে করবেন তার ভোটার আইডি স্কান করে তার
ফুন নাম্বার দিয়ে ইমেল করেন পরিবর্তন হয়ে
যাবে।

প্রশ্ন: কেউ কি মােবাইল IR bluster এর রিমােট
কন্ট্রোল এপ এ আকাশ এর রিমােট ব্যবহার করতে
পেরেছেন?
উত্তর: না, তবে সম্ববত universal TV remote
zaza remote এপস টি কাজ করে।
প্রশ্ন: কোন চ্যানেল হাইড বা রিমুভ করে দেয়া কি
সম্ভব আকাশে? যেমন আমি ওই চ্যানেলটা দেখতে
চাচ্ছি না বা ওটা আমার প্রয়ােজন নেই।
উত্তর: হুম, লক করে রাখা যায়।

আমি যতটুকু পেরেছি আকাশ ডিটিএইচ এর দাম, রিচার্জ, প্যাকেজ চ্যানেল লিস্ট সহ সব বিস্তারিত জানানাের চেষ্টা করেছি। এরপরও কোনাে কিছু জানার থাকলে কমেন্ট করুন।

ক্রেডিটঃ আশরাফুল পরাগ ভাই।